আজ IPL থেকে ছিটকে যাবেন কোহলি বা রাহুলের মধ্যে একজন, এলিমিনেটরে এগিয়ে কারা?

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কাল আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্স এবং রাজস্থান রয়্যালস। ইডেন গার্ডেন্সে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সেই সঞ্জু স্যামসনদের হারিয়ে দিয়েছে হার্দিক পান্ডিয়ার গুজরাট। আজ সেই ইডেনেই মুখোমুখি হবে এই মরশুমে টুর্নামেন্টে প্রথমবারের জন্য অংশগ্রহণ করা লখনউ সুপারজায়ান্টস এবং আইপিএলের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আজকের এলিমিনেটরে যে দল হারবে তার আইপিএল ২০২২-এর যাত্রা শেষ হয়ে যাবে।

গ্রূপের শেষ ম্যাচে ফর্মে ফিরেছেন বিরাট কোহলি। তাছাড়াও ফর্মে আছেন হ্যাজেলউড, ম্যাক্সওয়েল, কার্তিকরা। তাই আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে আরসিবি। অপরদিকে লখনউয়ের সাফল্য অনেকটাই নির্ভর করবে তাদের টপ অর্ডারের সাফল্যের ওপর। তারাই চলতি আইপিএলের একমাত্র দল যাদের দুই ওপেনার ডি কক এবং রাহুল শতরানের মুখ দেখেছে। গ্রূপের শেষ ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করেছেন দুজনেই। কিন্তু তাদের মিডল অর্ডার ধারাবাহিক নয়। তবে মহসিন খান এবং রবি বিশ্নই-এর মতো তরুণ বোলাররা ফর্মেই রয়েছেন।

লখনউ সুপার জায়ান্টস সম্ভাব্য একাদশ:
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), লোকেশ রাহুল (অধিনায়ক), ইভান লুইস, দীপক হুডা, আয়ুশ বাদোনি, মার্কাস স্টোইনিস, জেসন হোল্ডার, কৃষ্ণাপ্পা গৌথাম, মহসিন খান, আবেশ খান, রবি বিশ্নই

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সম্ভাব্য একাদশ:
বিরাট কোহলি, ফ্যাফ দু প্লেসিস (অধিনায়ক), রজত পতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, মহিপাল লোমরর, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, ওয়ারিন্দু হাসরাঙ্গা, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ, জশ হ্যাজেলউড


Reetabrata Deb

সম্পর্কিত খবর