দীর্ঘ ৯ মাস পর বিপিন রাওয়াতের জায়গায় সেনার নতুন সর্বাধিনায়ক পেল ভারত

বাংলাহান্ট ডেস্ক: গত বছর ডিসেম্বরে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন জেনারেল বিপিন রাওয়াত। আমৃত্যু তিনিই ছিলেন ভারতীয় সেনাবাহিনীর চিফ অফ ডিফেন্স স্টাফ (Chief of Defense Staff)। তারপর কেটে গিয়েছে ৯ মাস। ফাঁকাই পড়ে ছিল চিফ অফ ডিফেন্স স্টাফের পদটি। 

এক সময় মনে করা হচ্ছিল সেনা প্রধান মনোজ মুকুন্দ নারাভানে বসতে পারেন এই পদে। কিন্তু তাঁকে টপকে দেশের পরবর্তী সেনা সর্বাধিনায়ক হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান। একইসঙ্গে তিনি সেনা সচিব হিসেবেও দায়িত্বপালন করবেন। দীর্ঘ প্রায় ৪০ বছর ভারতীয় সেনার বিভিন্ন পদে কাজ করার পর এবার তিন বাহিনীর সর্বোচ্চ পদে বসলেন লেফটেন্যান্ট অনিল চৌহান। 

বুধবার একটি বিবৃতি দিয়ে এমনটা জানিয়েছে প্রতিরক্ষামন্ত্রক। লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহানকে এই পদে বসানোর আগে চিফ অফ ডিফেন্স স্টাফ অর্থাৎ সিডিএস নিয়োগের নিয়োমে কিছু সংশোধন করতে হয় কেন্দ্রকে। এর আগে এই পদে নিয়োগ করা হত কেবলমাত্র কর্মরত লেফটেন্যান্ট জেনারেলদের মধ্যে থেকে। কিন্তু জেনারেল রাওয়াতের প্রয়াণের পর সেই নিয়মে সংশোধন করা হয়। 

কেন্দ্রের তরফে জানানো হয়, এবার থেকে শুধু কর্মরত লেফটেন্যান্ট জেনারেলরাই নন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেলরাও বসতে পারবেন এই পদে। তাঁদের বয়স শুধু ৬২ বছরের কম হতে হবে। এই নিয়ম অনুযায়ীই লেফটেন্যান্য জেনারেল চৌহান দেশের সেনার সর্বোচ্চ পদে দায়িত্বগ্রহণ করলেন।

চিফ অফ ডিফেন্স স্টাফ পদটি দেশের নিরাপত্তার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ পদ। তিন সেনার মধ্যে সমন্বয় আনা থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন সিডিএস। ওয়াকিবহাল মহলের মতে, এক্ষেত্রে অনিল চৌহানের এত বছরের অভিজ্ঞতাকে প্রাধান্য দিতে চাইছে কেন্দ্র। 

তিনি প্রায় ৪০ বছর ধরে সেনার সঙ্গে যুক্ত। কাশ্মীরে অনুপ্রবেশ আটকানোর ক্ষেত্রে বিশেষ অভিজ্ঞতা রয়েছে তাঁর। এছাড়াও সেনার বিভিন্ন কম্যান্ডের দায়িত্বও সামলেছেন তিনি। তাঁর সেই অভিজ্ঞতাকেই কাজে লাগাতে চাইছে প্রতিরক্ষামন্ত্রক। 

Avatar
Subhraroop

সম্পর্কিত খবর