পুজোর ছুটিতে ‘পন্নিয়িন সেলভন’ দেখার প্ল‍্যান? টিকিট কাটার আগেই দেখে নিন রিভিউ

বাংলাহান্ট ডেস্ক: পুজোর (Durgapuja) ঢাকে কাঠি পড়ে গিয়েছে। সারা বছরের কর্মব‍্যস্ততার মাঝে এই কটা দিনের জন‍্যই অপেক্ষা করে থাকে বাঙালি। পুজোর চারটে দিন তোলা থাকে নির্ভেজাল আড্ডা, খাওয়া দাওয়া আর প‍্যান্ডেল হপিংয়ের জন‍্য। আরো একটা জিনিস ভুললে চলবে না একেবারেই। সেটা হল সিনেমা (Cinema)।

পুজো উপলক্ষে প্রত‍্যেক বছরই একগুচ্ছ ছবি মুক্তি পায় হলে। বাংলা থেকে শুরু করে হিন্দি, দক্ষিণ ভাষার ছবিও পসরা সাজিয়ে বসে দর্শকদের জন‍্য। প‍্যান্ডের হপিংয়ের ফাঁকে সময় বের করে পছন্দের ছবিটা উপভোগ করার মতো সময় এই পুজোর থেকে ভাল আর কীই বা হতে পারে?

Aishwarya rai bachchan 1
বিগত এক-দেড় বছরে বাংলা, হিন্দি ছবির পাশাপাশি দক্ষিণী ছবিরও চাহিদা বেড়েছে। তাই এবারের পুজোয় বাঙালি দর্শকদের একটা বড় অংশ যে দক্ষিণী ছবির দিকে ঝুঁকবে তাতে কোনো।সন্দেহ নেই। আগামী ৩০ সেপ্টেম্বর অর্থাৎ পঞ্চমীর দিন মুক্তি পেতে চলেছে তামিল ছবি ‘পন্নিয়িন সেলভন পার্ট ওয়ান’ (Ponniyin Selvan)। মণি রত্নম পরিচালিত ছবিটি দেখার জন‍্য অনেকেই অপেক্ষা করে ছিলেন। কেমন হয়েছে ছবিটি? আদৌ দেখা উচিত নাকি নয়? টিকিট কাটার আগেই জেনে নিন প্রথম রিভিউ।

এই ছবির হাত ধরেই সিনেমায় কামব‍্যাক করছেন ঐশ্বর্য রাই বচ্চন। রানীর ভূমিকায় দেখা যাবে তাঁকে। পন্নিয়িন সেলভন এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তৃষা কৃষ্ণন, ঐশ্বর্য লক্ষ্মী, কার্তি, প্রকাশ রাজ, প্রভু, শোভিতা ধুলিপালার মতো অভিনেতা অভিনেত্রীদের।

ফিল্ম সমালোচক উমের সন্ধু ছবিটির প্রথম রিভিউ প্রকাশ‍্যে এনেছেন। পন্নিয়িন সেলভন দেখে তাঁর বক্তব‍্য, ছবির প্রোডাকশন ডিজাইনিং এবং VFX খুবই ভাল। চিয়ান বিক্রম এবং কার্তি যাবতীয় নজর কেড়ে নিয়েছেন। ঐশ্বর্যও দুরন্ত কামব‍্যাক করেছেন। কিছু দৃশ‍্য করতালি দেওয়ার মতো বলেও দাবি করেছেন তিনি। সব মিলিয়ে ছবিটিকে ৫ এ ৩ দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, আগাম টিকিট বুকিংয়ের ক্ষেত্রে কলিউডের একাধিক হিট ছবিকে ছাপিয়ে গিয়েছে মণি রত্নমের ছবি। তামিল ছবির জগতে একটা বড় মাইলফলক হতে চলেছে এই ছবি, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর