নিলামের আগে লোকেশ রাহুল সহ তিন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে তুলে নিলো সঞ্জীব গোয়েঙ্কার লখনউ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: লোকেশ রাহুল এইমুহূর্তে দক্ষিণ আফ্রিকায় ওডিআই সিরিজে ভারতীয় দলের নেতৃত্বর দায়িত্ব সামলাতে প্রস্তুত। এরই মধ্যে সঞ্জীব গোয়েঙ্কার লখনউ আইপিএল ফ্র্যাঞ্চাইজি যে তাকে সহ তিনজন ক্রিকেটারকে বেছে নিয়েছে যারা আসন্ন আইপিএলে তাদের হয়ে খেলবেন। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মার্কাস স্টোইনিস এবং আনক্যাপড ভারতীয় লেগস্পিনার রবি বিশ্নই হলেন সেই দলের অন্য দুজন তারকা।

ফ্র্যাঞ্চাইজিটি এরপর ৬০ কোটি টাকার পার্স নিয়ে ফেব্রুয়ারির নিলামে বসবে। এখনও অবধি লোকেশ রাহুল তাদের সবচেয়ে দামি তারকা। তার দাম ১৫ কোটি টাকা। এছাড়া অজি অলরাউন্ডার স্টোইনিস-কে ১১ কোটি এবং রবি বিশ্নই-কে ৪ কোটি টাকা দিয়ে দলে নিয়েছেন তারা। জানা গেছে, ফ্র্যাঞ্চাইজির অধিনায়কত্বও করবেন রাহুল।

team lucknow kl rahul stoinis ravi bishnoi

২০১৮ সালের আইপিএল থেকে রাহুল আইপিএলের সবচেয়ে ধারাবাহিক ব্যাটারদের একজন। রাহুল এর আগে পাঞ্জাব কিংসে ছিলেন। তারা রাহুল-কে রিটেন করতেও আগ্রহী ছিল। সেখানে তিনি গত দুই মরশুমে অধিনায়কও ছিলেন। কিন্তু রাহুল তার প্রাক্তন দলের ম্যানেজমেন্টকে জানিয়ে দেন যে তিনি পরিবর্তন চান এবং পরবর্তীতে সেই দলের ম্যানেজমেন্ট তাকে ছেড়ে দিতে রাজি হয়।

অনেকেই মনে করেন রাহুলের ফর্ম পাঞ্জাবের হয়ে দুর্দান্ত থাকলেও দল তার প্রতিভাকে কাছে লাগাতে পারেনি। পাঞ্জাবের সাথে চারটি মরশুম কাটানোর পর, রাহুল দলের জন্য মাত্র ৫৫ ইনিংসে প্রায় ৫৭ গড়ে ২৫৪৮ রান করেন, যার মধ্যে দুটি শতরানও সামিল ছিল। চার বছরে তিনি চারবারই পাঁচশোর বেশি এবং তিনবার ছশো-র বেশি রান করেন। কিন্তু দল ভালো কিছুই করতে পারেননি। তার অধিনায়কত্বে খেলা রবি বিশ্নই-কেও দলে নিয়েছে লখনউ। তরুণ লেগস্পিনার আইপিএলে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। তার সাথে সাথে মার্কাস স্টোইনিসও দিল্লির হয়ে অলরাউন্ডার হিসাবে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। ফলে এই তিনজনকে দলে নিয়ে খুশি লখনউ-এর টিম ম্যানেজমেন্ট।


Reetabrata Deb

সম্পর্কিত খবর