পোলিং অফিসার না মডেল! ভাইরাল স্লিভলেস টপ আর সাদা ট্রাউজার পরা ভোট কর্মীর ছবি

   

বাংলা হান্ট ডেস্কঃ 2019-র লোকসভা নির্বাচনের সময় একটি ছবি ভাইরাল হয়েছিল। সেখানে হলুদ শাড়ি ও কালো চশমা পরা এক মহিলা ভোট কর্মীকে বস্তাবন্দি ইভিএম মেশিন নিয়ে ভোট কেন্দ্রে যেতে দেখা গিয়েছিল। এরপর ওই নারী ভোট কর্মীর ছবি সোশ্যাল মিডিয়ায় তুমুল হারে ভাইরালও হয়েছিল। নেটিজেনরা ভোট কর্মীর চেহারা এবং গেটআপ নিয়ে ইতিবাচক মন্তব্য করেছিল।

ওই মহিলা ভোট কর্মী ছিলেন লখনউয়ের রীনা দ্বিবেদী। রীনা পিডব্লিউডি বিভাগে কেরানি হিসেবে কর্মরত। এবার সেই রীনাকেই দেখা গেল কালো স্লিভলেস টপ আর সাদা ট্রাউজারে। রীনার চোখে কালো রোদ চশমা পরা ছবি আবারও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে।

এবার লখনউয়ের মোহনলালগঞ্জ বিধানসভার গোসাইগঞ্জ বুথে নির্বাচন করাবেন রীনা। এবারও বস্তাবন্দি ইভিএম মেশিন নিয়ে ভোট কর্মীদের সঙ্গে হাজির হন রীনা। এবার রীনার লুক এবং গেটআপ অনেকটাই বদলে গিয়েছিল। আর এই নতুন রূপ আবারও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।

নিজের নতুন লুক নিয়ে গণমাধ্যমকে জানিয়েছেন রীনা। তিনি বলেছেন, সময়ের সাথে সাথে পরিবর্তন হওয়া দরকার। গতবার শাড়িতে ডিউটি ​​করতে এসেছিলাম, তাই এবার ওয়েস্টার্ন লুক অবলম্বন করেছি।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর