বাংলা হান্ট নিউজ ডেস্ক: হাড্ডাহাড্ডি ম্যাচে প্রবল উত্তেজনা তৈরি করে শেষপর্যন্ত লখনউয়ের কাছে হার মানতে বাধ্য হল দিল্লি ক্যাপিটালস। জিতে টপ ফোরের আরও শক্তিশালী দাবিদার হয়ে উঠলো লখনউ সুপারজাযান্টস। হাড্ডাহাড্ডি ম্যাচে মাত্র ৬ রানের ব্যবধানে হারলো রিশভ পন্থের দল।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে দুরন্তভাবে শুরু করেন লখনউয়ের দুই ওপেনার কুইন্টন ডি কক এবং লোকেশ রাহুল। ডি কক ১৩ বলে ৩ টি চার ও ১ টি ছক্কা সহ ২৩ রানে আউট হয়ে গেলেও রাহুল নিজের প্রান্ত সামলে রাখেন। এরপর রাহুলের সাথে জুটি বাঁধেন দীপক হুডা।
দুই ব্যাটারের মধ্যে ৯৫ রানের একটি দুরন্ত পার্টনারশিপ হয়। সেই সময় রাহুল ৪ টি চার ও ৫ টি ছক্কা সহ ৫১ বলে ৭৭ রানের একটি দুরন্ত ইনিংস খেলেন। অরেঞ্জ ক্যাপের দৌড়ে দ্বিতীয় স্থানে নিজের অবস্থান আরও শক্ত করেছেন তিনি। সেই সঙ্গে ৩৪ বলে ৫২ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন দীপক হুডাও। একসময় মনে হচ্ছিল ২০০-র ঘরে পৌঁছতে কোনও সমস্যা হবে না তাদের। কিন্তু মার্কস স্টোইনিস (১৭) এবং ক্রুনাল পান্ডিয়া (৯) ঠিকমতো ফিনিশ করতে না পারায় ১৯৫ রানের বেশি তুলতে পারেনি সুপারজাযান্টস। লখনউয়ের ৩টি উইকেটই নেন শার্দূল ঠাকুর। দিল্লির বাকি বোলাররা ম্যাচে প্রভাব ফেলতে ব্যর্থ হন।
দিল্লি ক্যাপিটালস তাদের ১৯৬ রানের টার্গেট তাড়া করতে গিয়ে তাদের ইন-ফর্ম ওপেনার ডেভিড ওয়ার্নার এবং পৃথ্বী শ’কে প্রথম দিকে হারিয়ে শুরুটা খুব খারাপভাবে করেছিল। তবে এরপর, মিচেল মার্শ এবং রিশভ পন্থ মাত্র ২৫ বলে তৃতীয় উইকেটে ৬০ রানের জুটি নিয়ে বেশ কিছুটা লড়াই দেন। কিন্তু মার্শ, কৃষ্ণাপ্পা গৌতমের বলে ৩৭ রানে পন্থ মনসুর খানের বলে ৪৪ রানে আউট হয়ে যান। এরপর চেষ্টা করেছিলেন রোভম্যান পাওয়েল (৩৫) এবং অক্ষর প্যাটেল(৪২*)। কিন্তু মনসুর খানের (৪-০-১৬-৪) দুরন্ত বোলিংয়ের সামনে ফিকে হয়ে যায় তাদের প্রচেষ্টা।