বাংলা হান্ট ডেস্ক: ২০২৫-এর IPL-এর চতুর্থ ম্যাচটি অত্যন্ত উত্তেজক ছিল। বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) মধ্যে খেলার ফলাফল শেষ ওভারে সামনে আসে। একসময় সহজ জয়ের দিকে এগিয়ে যাওয়া লখনউ দলকে শেষ পর্যন্ত ১ উইকেটে হারের মুখে পড়তে হয়। লখনউ দিল্লিকে জয়ের জন্য ২১০ রানের টার্গেট দিয়েছিল। শুধু তাই নয়, DC ৬৫ রানে ৫ উইকেট হারিয়েছিল। কিন্তু এরপর পুরো ম্যাচ ঘুরে যায়। এমনকি, একটা সময় লখনউ আর ওই ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেনি। তবে, ওই ম্যাচ এরপর এমন একটি ঘটনা ঘটেছে যেটি আকৃষ্ট করেছে সবাইকে।
দিল্লির কাছে পরাজিত লখনউ (Lucknow Super Giants):
সঞ্জীব গোয়েঙ্কা এবং ঋষভ পন্থের মধ্যে কথোপকথন: আসলে, লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) এই পরাজয়ের পরে ফ্র্যাঞ্চাইজি মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে মাঠে দেখা গিয়েছিল। জানিয়ে রাখি যে, সঞ্জীব গোয়েঙ্কা গত মরশুমেও খবরের শিরোনামে উঠে এসেছিলেন।
— Abhishek / AbbyG (@abhishekiimcal) March 24, 2025
ওই মরশুমে দলের পরাজয়ের পরে তৎকালীন অধিনায় কেএল রাহুলের সাথে তাঁর উত্তপ্ত তর্ক হয়েছিল। তবে, এবার তাঁকে কিছু বোঝাতে দেখা গেছে পন্থকে। সেই সময় দু’জনের মধ্যে দীর্ঘক্ষণ কথাবার্তা হয়। দলের প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গারও এই আলোচনার অংশ ছিলেন। আর এই কথোপকথনের ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
আরও পড়ুন: ১.২৭ লক্ষ কোটির উৎপাদন! এবার এই সেক্টরে বাজিমাত করল ভারত, জয়জয়কার “মেক ইন ইন্ডিয়া”-র
জানিয়ে রাখি যে, ২০২৪ সালে, কেএল রাহুল লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) অধিনায়ক ছিলেন। যেখানে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে বড় হারের পর সঞ্জীব গোয়েঙ্কা অধিনায়ক কেএল রাহুলকে কটাক্ষ করেন। এই ঘটনা সম্পর্কিত বহু ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এরপরে, রিপোর্ট আসে যে সঞ্জীব গোয়েঙ্কা এবং কেএল রাহুলের মধ্যে হয়তো দূরত্ব বৃদ্ধি পাচ্ছে। এমতাবস্থায়, ২০২৫- এর IPL- এর আগে কেএল রাহুল ওই দল থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন।
আরও পড়ুন: মাত্র ১০ বছরেই বাজিমাত, গোটা বিশ্বকে চমকে দিল ভারত! আমেরিকা-চিনও পেলনা পাত্তা, ব্যাপারটা কী?
দিল্লির কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নেন আশুতোষ শর্মা: জানিয়ে রাখি যে, এই ম্যাচে প্রথমে ব্যাট করে লখনউ ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৯ রান করে। নিকোলাস পুরান ৭৫ রানের সর্বোচ্চ এবং মিচেল মার্শ ৭২ রানের ইনিংস খেলেন। একই সময়ে ডেভিড মিলারও ২৭ রানের অবদান রাখেন। এর জবাবে দিল্লি ৬.৪ ওভারে ৬৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে। এরপর আশুতোষ শর্মা একটি বিস্ফোরক ইনিংস খেলেন এবং ৩১ বলে অপরাজিত ৬৬ রান করে দলকে জয়ের পথে নিয়ে যান।