পরপর ব্যর্থ হচ্ছেন পন্থ! হারাবেন অধিনায়কত্ব? LSG-র ক্যাপ্টেন হওয়ার দৌড়ে রয়েছেন এই ৩ খেলোয়াড়

Published On:

বাংলা হান্ট ডেস্ক: IPL ২০২৫-এ লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) অধিনায়ক ঋষভ পন্থের ধারাবাহিক খারাপ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। তিনি এই টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে বিবেচিত হয়েছেন। তাঁর জন্য লখনউ খরচ করেছে ২৭ কোটি টাকা। এদিকে, এই মরশুমের IPL-এ এখনও পর্যন্ত ৪ টি ম্যাচে মাত্র ১৯ রান করেছেন পন্থ। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচেও মাত্র ২ রান করে প্যাভিলিয়নে ফিরে যান তিনি।

IPL ২০২৫-এর শুরুটা ভালো হয়নি LSG (Lucknow Super Giants)-র:

এমতাবস্থায়, পন্থের খারাপ পারফরম্যান্সের প্রভাব পড়েছে লখনউ (Lucknow Super Giants) দলেও। প্রথম ৩ ম্যাচের ২ টিতে হেরেছে দলটি। তাই, পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে রয়েছে এই দল। পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে গিয়েছে যে অনুরাগীরা এবার এই দলের অধিনায়কত্ব পরিবর্তনের দাবি করছেন। এদিকে, ওই দলে এমন অনেক খেলোয়াড় রয়েছেন যাঁরা অধিনায়ক হওয়ার ক্ষমতা রাখেন।

Lucknow Super Giants Rishabh Pant Update.

এইডেন মার্করামের অধিনায়ক হওয়ার ক্ষমতা রয়েছে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এইডেন মার্করাম লখনউয়ের (Lucknow Super Giants) অধিনায়ক হওয়ার ক্ষেত্রে শক্তিশালী প্রতিযোগী। তিনি ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকাকে T20 বিশ্বকাপের ফাইনালে নিয়ে যান। বিভিন্ন ফরম্যাট এবং লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। তিনি ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলকে বিশ্বকাপ জিতিয়েছিলেন। মার্করাম ২০২৩ এবং ২০২৪ সালে সানরাইজার্স ইস্টার্ন কেপকে ২ বার SA20 শিরোপা জিতিয়েছেন। ২০২৫ সালে তাঁর অধিনায়কত্বে, দলটি SA20 ফাইনালে পৌঁছেছিল। তবে, ২০২৩ সালে সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে তাঁর IPL অধিনায়কত্বের অভিজ্ঞতা ভালো ছিল না। ১৩ টি ম্যাচের মধ্যে মাত্র ৪ টিতে জিতেছিল ওই দল। যদিও, T20-তে তাঁর অধিনায়কত্বের রেকর্ড ভালো। মার্করামের জয়ের হার ৪৬ শতাংশ।

আরও পড়ুন: এবার শত্রুদের সব দাদাগিরি হবে শেষ! বিরাট সিদ্ধান্ত নিয়ে ফেলল মোদী সরকার, জানলে চমকে উঠবেন

মিচেল মার্শও শক্তিশালী প্রতিযোগী: এদিকে, মিচেল মার্শ অস্ট্রেলিয়ার T20 দলের অধিনায়ক। দলকে নেতৃত্ব দেওয়ার অনেক অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২০২৩ সালে অস্ট্রেলিয়ার T20 দলের অধিনায়কত্ব নেওয়ার পর থেকে মার্শের ভালোরেকর্ড রয়েছে। তিনি ২০১০ সালে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলকে বিশ্বকাপ জেতান। এই অলরাউন্ডার ২০১৭-১৮ সালে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াকে কাপ শিরোপা জিতিয়েছিলেন। IPL-এর নিলামে তাঁকে ৩.৪ কোটি টাকায় কেনা হয়েছিল। বর্তমানে ভালো ফর্মে আছেন তিনি। ৪ ম্যাচে ৩ টি হাফ সেঞ্চুরি সহ ১৮৪ রান করেছেন মার্শ। তাই, ঋষভ পন্থের জায়গায় ৩৩ বছর বয়সী মার্শ দলের জন্য ভালো অধিনায়ক হতে পারেন।

আরও পড়ুন: IPL-এ এবার পাণ্ডিয়া ঝড়! অধিনায়ক হিসেবে গড়লেন বিরাট ইতিহাস, ভাঙলেন ১৬ বছরের রেকর্ড

নিকোলাস পুরানকেও ভরসা করা যেতে পারে: জানিয়ে রাখি যে নিকোলাস পুরানকে ২১ কোটি টাকায় ধরে রাখা হয়েছে। অধিনায়কত্বেরও প্রতিদ্বন্দ্বী তিনি। গত বছর, তিনি কেএল রাহুলের অনুপস্থিতিতে লখনউ দলকে নেতৃত্ব দিয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়কও হয়েছেন নিকোলাস। গত মরশুমে তিনি ৬২ এভারেজে এবং ১৭৮ স্ট্রাইক রেটে ৪৯৯ রান করেছিলেন। যার মধ্যে ৩ টি হাফ-সেঞ্চুরি রয়েছে। ২০২৪ সালে, তিনি T20-তে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। নিকোলাস ৬৮ টি ম্যাচে ২,২৫১ রান করেছিলেন। চলতি মরশুমেও ভালো ফর্মে আছেন তিনি। নিকোলাস গত ৪ ম্যাচে ২০১ রান করেছেন এবং অরেঞ্জ ক্যাপ তাঁর কাছে রয়েছে। সম্প্রতি তিনি ILT20 ২০২৫ মরশুমে MI এমিরেটসের নেতৃত্ব দিয়েছেন। ওই দলটি এলিমিনেটরে পৌঁছে গিয়েছিল।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X