ট্যাক্সি চালককে চড় মারা ‘লখনৌ গার্ল”-র আরেকটি ভিডিও ভাইরাল, এবার ঝগড়া প্রতিবেশীর সঙ্গে

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ লখনৌতে প্রকাশ্য রাস্তায় এক ক্যাব ড্রাইভারকে চড় মারার কারনে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে উঠেছিলেন প্রিয়দর্শিনী যাদব নামের এক মহিলা। ‘লখনৌ ট্রাফিক গার্ল’ বলেও পরিচিত হন তিনি। ড্রাইভার সাদাত আলীর সঙ্গে দুর্ব্যবহারের কারণে সোশ্যাল মিডিয়ায় তাকে গ্রেফতার করারও আবেদনের পাহাড় জমা পড়ে।

আলী জানিয়েছিলেন, তিনি প্রথমে ভাবেন ওই মহিলা হয়তো কোন সিভিল ড্রেসের পুলিশ। মহিলা শুধু তার সঙ্গে দুর্ব্যবহার করেননি, তার গাড়ির যন্ত্রাংশও ভেঙে দিয়েছেন এবং তার মোবাইলও ফেলে ভেঙে দিয়েছেন। শুধু তাই নয় তার থেকে ৬০০ টাকা নিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এবার ফের একবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেন ‘লখনৌ ট্রাফিক গার্ল’। এবার তাকে দেখা গেল প্রতিবেশীর সঙ্গে ঝগড়া বাঁধাতে। ভাইরাল ভিডিওতে (Viral Video) দেখা যাচ্ছে, প্রতিবেশীর বাড়ির কালো রং বদলে ফেলার জন্য চিৎকার করছেন তিনি। কারণ তার মতে কালো রং ইন্টারন্যাশনাল ড্রোনকে আকর্ষণ করে।

ভিডিওতে এও দেখা যায় তিনি পুলিশকর্মীদের বলছেন, “ওদেরকে অ্যান্টি ব্ল্যাক কালার করতে বলুন। কারণ কালো রঙের কারণে কলোনিতে আন্তর্জাতিক ড্রোন ঘুরে বেড়ায়। যাতে সারা কলোনির লোকজন বিপদে পড়ে।” শুধু তাই নয় কলোনির লোকজন তাকে বারাক ওবামার মেয়ে বলে কটাক্ষ করেন বলেও অভিযোগ জানান তিনি। তিনি পুলিশকে এও বলেন তিনি যখন তাদেরকে কালো রং সরানোর কথা বলতে চান, তখন তার উপর মারমুখী হয়ে ওঠে।

কয়েকদিন আগেও প্রিয়দর্শিনীকে একই রকম অভিযোগ আনতে দেখা গিয়েছিল, ক্যাব ড্রাইভারের বিরুদ্ধে সাথে ঝামেলার পর তিনি সংবাদমাধ্যমের কাছে এও অভিযোগ করেছিলেন, প্রায় ১০০ জন লোক তাকে মারধোর করেছিল এবং ৩০০ মিটার ঘষরাতে ঘষরাতে টেনে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি এও দাবি করেছিলেন প্রায় দু’বছর ধরে তার সঙ্গে অভব্য আচরন করছে রাস্তার কিছু ছেলে। যদিও কোন পক্ষ সঠিক তা বলা রীতিমতো কষ্টকর, তবে প্রিয়দর্শিনীর এই ভাইরাল ভিডিও যে এই ঘটনাকে নয়া মোড় দেবে তা বলাই বাহুল্য।

 

সম্পর্কিত খবর

X