এবার বদলাতে চলেছে নবাবের শহর লখনউয়ের নাম? যোগী আদিত্যনাথের টুইটের পর বাড়ছে জল্পনা

বাংলা হান্ট ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের করা একটি টুইটে সে রাজ্যের রাজধানী লখনউয়ের নাম পরিবর্তনের প্রসঙ্গে এবার জোর জল্পনা শুরু হয়েছে। পাশাপাশি, আদিত্যনাথ তাঁর টুইটে প্রথমবারের মতো এমন ভাষা ব্যবহার করেছেন বলেও জানা গিয়েছে। যেটির একটি অন্তর্নিহিত মানে রয়েছে বলে মত অনেকেরই। মূলত, সোমবার, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের টুইটার হ্যান্ডেল থেকে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে টুইট করে লেখা হয়েছে যে, “শেষাবতার ভগবান লক্ষ্মণজির পবিত্র নগরী লখনউতে আপনাকে স্বাগতম।”

আমউসি বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানানোর সময় সে রাজ্যের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের একটি ছবি ট্যাগ করে এই টুইটটি করা হয়েছে। এই টুইটের পর থেকেই অনুমান করা হচ্ছে যে, লক্ষ্মণজির নামানুসারে লখনউয়ের নামকরণ করা হতে পারে।

   

এদিকে, অনেকেই আবার মুখ্যমন্ত্রী যোগীর এই টুইটটিকে একটি স্বাভাবিক স্বাগত টুইট বলে মনে করছেন। তাহলে লখনউয়ের নাম বদলের ক্ষেত্রে জল্পনার কারণ কি? আসলে, এই টুইটটিতে যোগীর “লক্ষ্মণের পবিত্র শহর” লেখাটিকে প্রাধান্য দিচ্ছেন বহুজন। পাশাপাশি, জল্পনাও চলছে কারণ, এর আগে লখনউয়ের নাম পরিবর্তন করে লখনপুরী, লক্ষ্মণপুরী এবং লক্ষনপুর করার দাবি উঠেছে বহুবার।

প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০১৭ সালে উত্তরপ্রদেশের ক্ষমতা পাওয়ার পরে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের শাসনে সে রাজ্যে মুঘলসরাই স্টেশনের নাম প্রথম পরিবর্তন করা হয়। যোগী সরকারের প্রস্তাবে কেন্দ্রীয় সরকারের অনুমোদন পাওয়ার পরে ২০১৮ সালের আগস্ট মাসে মুঘলসরাই স্টেশনটি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনে পরিণত হয়।

শুধু তাই নয়, এরপরে যোগী মন্ত্রিসভা মুঘলসরাই তহসিলের নামও বদল করে। এই তহসিলের নাম পরিবর্তন করে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় তহসিল করা হয়। সেই সঙ্গে যোগী সরকার ফৈজাবাদ জেলার নাম পরিবর্তন করে এখন অযোধ্যা রেখেছে। অর্থাৎ যে, ফৈজাবাদ জেলার অধীনে অযোধ্যা শহর অন্তর্গত ছিল সেটির পরিবর্তন করে এখন পুরো জেলাকে অযোধ্যা হিসেবে পরিগণিত করা হয়।

উল্লেখ্য যে, ভগবান শ্রী রামের শহর অযোধ্যা, লখনউ থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে অবস্থিত। কথিত আছে যে, লখনউতে ভগবান শ্রী রামের ছোট ভাই লক্ষ্মণ বসতি স্থাপন করেছিলেন। এই প্রসঙ্গে বিজেপির প্রবীণ নেতা তথা লখনউয়ের সাংসদ এবং প্রাক্তন মন্ত্রী লালজি ট্যান্ডন, তাঁর একটি বইতে লখনউকে “লক্ষ্মণ নগরী” হিসাবে বর্ণনা করেছেন।

এছাড়াও, লখনউতে লক্ষ্মণ টিলা, লক্ষ্মণ পুরী, লক্ষ্মণ পার্ক সহ এমন অনেক জায়গা রয়েছে যেগুলি লক্ষ্মণের নামে নামকরণ করা হয়েছে। এছাড়াও, যোগীর শাসনকালে কিছু রেলস্টেশনের নামও পরিবর্তন করা হয়। এমতাবস্থায়, ভবিষ্যতে উত্তরপ্রদেশের শহরগুলিরও নতুন নাম দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর