জাতীয় তকমা খোয়ানোর পরই জোর ধাক্কা! তৃণমূলের সাংসদ পদ থেকে ইস্তফা লুইজিনহোর

বাংলা হান্ট ডেস্ক : পদত্যাগ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ লুইজিনহো ফালেরিও (Luizinho Faleiro)। ২০২১ সালের ২৮ ডিসেম্বর গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী সদলবলে তৃণমূলে যোগ দিয়েছিলেন লুইজিনহো ফালেরিও।

সেদিনের আনুষ্ঠানিক যোগদান পর্বের শেষে ফালেরিও মাপা কথায় বুঝিয়ে দিয়েছিলেন কেন তিনি এই সিদ্ধান্ত নিলেন (Luizinho Faleiro in TMC)। ফালেরিওর পাখির চোখ ছিল বিজেপিকে ক্ষমতাচ্যুত করা। অন্য দিকে তৃণমূলকে তিনিও কংগ্রেসের সম্প্রসারিত অংশ বা উত্তরাধিকার বহনকারী প্রতিষ্ঠান মনে করেছিলেন।

২০২১ সালে যোগদানের পর অর্পিতা ঘোষের জায়গায় গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরোকে রাজ্যসভায় পাঠায় তৃণমূল কংগ্রেস। পরে তাঁকে দলের সর্বভারতীয় সহ-সভাপতিও করে জোড়াফুল শিবির। লুইজিনহো ফালেরিও অভিজ্ঞ রাজনীতিবিদ। জাতীয় রাজনীতিতে চেনা মুখ গোয়ার এই বর্ষীয়ান নেতা। গোয়ার নাভেলিম কেন্দ্র থেকে সাত বার জিতে বিধায়ক হন তিনি। দুই দফায় মুখ্যমন্ত্রীও হয়েছেন গোয়ার। ২০১৩ সালে কর্ণাটকে কংগ্রেসের সরকার গঠনের পিছনেও লুইজিনহোর বড় অবদান ছিল।

বিস্তারিত আসছে…

 

Sudipto

সম্পর্কিত খবর