এবার নতুন রূপে বাজারে এন্ট্রি নিচ্ছে Luna! ফুল চার্জে ছুটবে ১৫০ কিমি, প্রশংসায় পঞ্চমুখ নীতিন গড়করি

Published On:

বাংলা হান্ট ডেস্ক: লুনা (Luna) হল এমন একটি আইকনিক বিষয় যেটিকে ভুলে যাওয়া অসম্ভব। একটা সময়ে জনপ্রিয়তার তুঙ্গে ছিল এই মোপেড। তবে, এবার ফের বাজারে এন্ট্রি নিতে চলেছে লুনা। এবার এটি আসছে সম্পূর্ণ নতুনভাবে এবং নতুন রূপে। মূলত, লুনার বৈদ্যুতিক ভার্সন রাস্তায় ছোটার জন্য প্রস্তুত। ইতিমধ্যেই Kinetic Green বুধবার ভারতে তার বৈদ্যুতিক লুনা লঞ্চ করেছে। এমতাবস্থায়, চলুন জেনে নেওয়া যাক এই নতুন লুনায় কি কি ফিচার্স উপলব্ধ থাকছে!

ফুল চার্জে দৌড়বে এত কিলোমিটার: কোম্পানিটি এই সেগমেন্টের মোপেডে চমৎকার পারফরম্যান্স এবং দুর্দান্ত ফিচার্স উপলব্ধ করেছে। পাশাপাশি যুগের সাথে পাল্লা দিয়ে ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখেই কোম্পানিটি এই ই লুনা লঞ্চ করেছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, বৈদ্যুতিক লুনার সর্বোচ্চ রেঞ্জ হল ১১০ কিমি। যেটি স্বল্প দূরত্বের সফরের জন্য একটি দুর্দান্ত বিকল্প হিসেবে উপলব্ধ হবে।

আরও পড়ুন: ৯০ বছরে এই প্রথম! ভারতীয় পর্যটকদের দৌলতে রেল ইউরোপের দ্বিতীয় বৃহত্তম বাজার হয়ে উঠল ভারত

পাশাপাশি, ইলেকট্রিক লুনা তিনটি ভেরিয়েন্টে আসবে। ইতিমধ্যেই এর ১১০ কিলোমিটার রেঞ্জ প্রদানকারী ভেরিয়েন্টটি বাজারে আসার জন্য প্রস্তুত। পাশাপাশি, বর্তমানে এটির ৮০ এবং ১৫০ কিলোমিটারের রেঞ্জ প্রদানকারী ভেরিয়েন্টের ওপর কাজ চলছে বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন: Paytm-এর পর এবার “টার্গেট” BharatPe! পাঠানো হল নোটিশ, বন্ধ হবে আশনির গ্রোভারের UPI অ্যাপ?

উল্লেখ্য যে, আগে যখন পেট্রোল লুনা ছিল, তখন পেট্রোলের দাম ছিল ৪০ টাকা প্রতি লিটার। এমন পরিস্থিতিতে প্রতি কিলোমিটারে খরচ হত প্রায় ৪০ পয়সা। কিন্তু এখন যে ইলেকট্রিক লুনা চলবে সেক্ষেত্রে প্রতি কিলোমিটারে খরচ হবে মাত্র ১০ পয়সা। এমতাবস্থায়, যাঁদের প্রতিদিন অফিসে যেতে হয় বা ঘন ঘন বাইরে যেতে হয় তাঁদের জন্য এটি সেরা বিকল্প হিসেবে বিবেচিত হবে। এই বৈদ্যুতিক লুনা সম্পূর্ণ চার্জ করার জন্য আপনাকে খরচ করতে হবে মাত্র ১৫ টাকা।

লঞ্চের অনুষ্ঠানে কি জানালেন নিতিন গড়করি: এদিকে, লুনা লঞ্চের অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি জানিয়েছেন যে, ই-লুনা মধ্যবিত্তদের জন্য এবং যাঁদের বেতন ২০ থেকে ২৫ হাজার টাকার মধ্যে রয়েছে তাঁদের জন্যও গুরুত্বপূর্ণ হিসেবে প্রমাণিত হবে। এর পাশাপাশি ই-লুনা আত্মনির্ভর ভারতের জন্যও উপকারী প্রমাণিত হবে বলে জানান তিনি। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ই-লুনার জন্য প্রি-বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আপনি যদি এই ই-বাইকটি কিনতে চান সেক্ষেত্রে আপনি এটি মাত্র ৫০০ টাকায় প্রি-বুক করতে পারেন।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X