বাংলা হান্ট নিউজ ডেস্ক : এক সপ্তাহ কেটে গেলেও চন্দ্রযান টু এর ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপনে সক্ষম হয়নি ভারতীয় স্পেস নেটওয়ার্ক ইসরো৷ 14 দিন সময়সীমা ধার্য করা হলেও যত দিন যাচ্ছে ততই ল্যান্ডার সঙ্গে যোগাযোগ স্থাপন করা কার্যত আশা ক্ষীণ হয়ে যাচ্ছে৷ তবে এরই মধ্যে একমাত্র ভরসা নাসার লুনার অরবিটার৷ বর্তমানে বিক্রমের অবস্থা ঠিক কী? ইস্যু ছবি তুলতে ব্যর্থ হলেও নাসার লুনার অরবিটার ছবি তুলতে আনতে সক্ষম হবে বলেই আশাবাদী ভারতীয় বিজ্ঞানীরদ৷ মঙ্গলবার লুনার অরবিটার কে ল্যান্ডার বিক্রমের খুব কাছাকাছি নিয়ে আসা হবে তার পর সেই ল্যান্ডারের পূর্ণাঙ্গ ছবি তুলে ইসরোকে পাঠাবে৷
বর্তমানে লুনার অরবিটার চাঁদকে প্রদক্ষিণ করছে৷ মঙ্গলবার নাসার অরবিটার সফল ভাবে ছবি তুলতে পারলেই সেই ছবি প্রথমে নাসার কন্ট্রোল রুমে পৌঁছবে তার পর সেখান থেকে নাসা ইসরোর হাতে তুলে দেবেন৷ তার পর প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে ইসরো৷ 7 সেপ্টেম্বর তারিখে মাত্র কয়েক মিটারের দূরত্ব থেকে হঠাত্ ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ভারতীয় স্পেস নেটওয়ার্ক ইসরোর৷
চন্দ্রপৃষ্ঠে দক্ষিণ মেরুতে পা রাখার কথা ছিল ল্যান্ডার বিক্রমের তারপর সেখান থেকেই রোভার বেরিয়ে এসে চাঁদের দক্ষিণ মেরুতে পর্যবেক্ষণ শুরু করত কিন্তু রেডিও ফ্রিকুয়েন্সির অভাবে চন্দ্রপৃষ্ঠের থেকে 2.1 কিমি দূরত্বে হঠাত্ ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ইসরোর বিজ্ঞানীদের৷ যদিও এখনও অবধি অভিযানকে ব্যর্থ বলা যায় না তবু আদৌ ল্যান্ডার বিক্রমের কর্ম ক্ষমতা আছে কি না তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই চিন্তার প্রহর গোনা শুরু হয়েছে ভারতীয় বিজ্ঞানীদের মধ্যে৷