বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকাল অস্ট্রেলিয়াকে ২৬৩ রানে অলআউট করার পর ভারতীয় দল (Team India) ৯ ওভার ব্যাট করে কোন উইকেট না খুঁইয়ে ২১ রান তুলেছিল। আজ সকালেও প্রথম ৫৫ টি বল ভালোভাবেই সামলে নিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma) এবং লোকেশ রাহুল (Lokesh Rahul)। কিন্তু তারপর থেকেই খেলা ঘুরতে শুরু করে। বলা ভালো একার হাতে খেলা ঘুরিয়ে দেন ন্যাথান লিয়ন (Nathan Lyon)। প্রথম টেস্টে নিজের স্বরূপ দেখাতে পারেননি তিনি। কিন্তু দ্বিতীয় টেস্টে ফিরলেন পরিচিত ছন্দে।
ভারতীয় ইনিংসের ১৮ তম ওভারের প্রথম বলে লেংথ ডেলিভারিকে অফস্পিন করিয়ে উইকেটের সামনে পেয়ে যান লোকেশ রাহুলের প্যাড। আম্পায়ার আঙ্গুল তুলতে দ্বিধা করেননি। তার এক ওভার পরেই রোহিত শর্মা লেংথ বলকে ব্যাক ফুটে খেলতে গিয়ে বোল্ড হন ৩২ রানের ব্যক্তিগত স্কোরে। দুই ওপেনারকে হারিয়ে রীতিমতো চাপে পড়ে গিয়েছিল ভারত।
এরপর লিয়ন নিজের শততম টেস্ট খেলতে নামা পূজারা-কেও ড্রেসিংরুমে ফেরত পাঠান এলবিডব্লিউ করে। প্রথম টেস্টে চোটের কারণে বাইরে থাকার পর দিল্লি টেস্টে প্রত্যাবর্তন করেছিলেন শ্রেয়স আইয়ার। তাকেও লিয়নের বলে শর্ট লেগে ধরেন পিটার হ্যান্ডসকম্ব। উইকেটটি লিয়নের নামে গেলেও এই উইকেটের সম্পূর্ণ কৃতিত্ব পাওয়া উচিত অসাধারণ ক্যাচ ধরা হ্যান্ডসকম্বের।
এরপর বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা লাঞ্চের আগে অবধি নিজেদের মধ্যে ২২ রানের একটি পার্টনারশিপ গড়ে তুলেছেন। জাদেজা এর মাঝে একটি সুযোগ দিয়েছিলেন, কিন্তু স্লিপে তার ক্যাচ ধরতে পারেননি স্মিথ।
প্রথম সেশনে ৬৭ রান তুলতে গিয়ে চার উইকেট খুঁইয়েছে ভারতীয় দল। ১৫ রান করে অপরাজিত রয়েছেন রবীন্দ্র জাদেজা এবং ১৪ রানে অপরাজিত রয়েছেন বিরাট কোহলি। ভারতের স্কোর ৪ উইকেট হারিয়ে ৮৮। এখনো ১৭৫ রানে পিছিয়ে রয়েছে ভারতীয় দল।