নয়া নজির! দেশে প্রথম এই প্রাথমিক স্কুলে মিড-ডে মিলের পাশাপাশি চালু হল ‘ব্রেকফাস্ট’

বাংলা হান্ট ডেস্কঃ সকালে খালিপেট না থেকে ভরপেটে হবে ক্লাস! পড়াশোনার পাশাপাশি পড়ুয়ারা যাতে সঠিক সময় খাবার পায় সেই জন্য এবার বিরাট পদক্ষেপ তামিলনাড়ুর (Tamil Nadu Government) সরকারের। দেশে প্রথম, প্রাথমিক স্কুলে মিড-ডে মিলের (Mid Day Meal) সঙ্গে চালু হল ‘ব্রেকফাস্ট’ সিস্টেম (Breakfast Scheme)।

জানিয়ে রাখি, তামিলনাড়ুর সরকারি প্রাথমিক স্কুলে চালু হল ব্রেকফাস্ট প্রকল্প। ইতিমধ্যেই সে রাজ্যের ডিএমকে সরকার ৩১ হাজার প্রাইমারি স্কুলের ১৭ লক্ষ পড়ুয়াকে ক্লাস শুরুর আগে ব্রেকফাস্ট দেওয়ার এই ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে শুরুও করে দিয়েছে।

   

কী জানাচ্ছে সরকার? সরকারি ঘোষণায় তামিলনাড়ু সরকার জানিয়েছে, পড়ুয়ারা শিক্ষা প্রতিষ্ঠানে এলে সকালে প্রথমে ব্রেকফাস্ট খেয়ে ক্লাস শুরু হবে। তারপর রীতিমতো মিড-ডে মিলের ভরপেট খাবার খেয়ে বাড়ি যাবে খুদেরা।

আরও পড়ুন: যাদবপুর আবহে এবার মমতা-অভিষেকের বড় পরিকল্পনা! কী হতে চলেছে হাইভোল্টেজ ২৮ আগস্ট?

জানা গিয়েছে রাজ্য সরকারের এই অভিনব নয়া প্রকল্পের জন্য তামিলনাড়ু সরকার চলতি বাজেটে এই খাতে ৫০০ কোটি টাকা বরাদ্দ রেখেছে। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন (Chief minister M.K. Stalin) কয়েকটি স্কুলে পরীক্ষামূলকভাবে ব্রেকফাস্ট দেওয়ার প্রকল্প চালু করেছিলেন।

tamil nadu

আরও পড়ুন: মহিলা মৃত্যুর জন্য চিকিৎসককে হেনস্থা! ঘটনা শুনেই মৃতার পরিবারের বিরুদ্ধে ‘বড়’ ব্যবস্থা নিল হাইকোর্ট

মাদুরাইতে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী সি এন আন্নাদুরাইয়ের জন্মবার্ষিকী উপলক্ষে ১৫ সেপ্টেম্বর, ২০২২ সালে মুখ্যমন্ত্রী প্রথম এই প্রাতঃরাশ প্রকল্পটির সূচনা করেন। শুক্রবার স্ট্যালিন নাগাপট্টনম জেলার থিরুক্কুভালাই গ্রামে গিয়েছিলেন। থিরুক্কুভালাই হল স্ট্যালিনের বাবা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত এম করুণানিধির জন্মস্থান।

সেই গ্রামেই একটি স্কুলে শিশুদের ব্রেকফাস্ট খাইয়ে স্ট্যালিন গোটা রাজ্যে প্রকল্পের সূচনা করেন।স্টালিন, শিশুদের প্রাতঃরাশ পরিবেশনের পাশাপাশি তিনিও তাদের সঙ্গে প্রাতঃরাশে যোগ দেন। খুদেদের সাথে খোশগল্পেও মেতে ওঠেন তিনি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর