মায়ের জন্মদিনে হীরাবেনের পা ধুইয়ে দিলেন প্রধানমন্ত্রী মোদী, দিলেন আবেগঘন বার্তা

বাংলাহান্ট ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাতৃভক্তি সর্বজন বিদীত। আজ সাত সকালেই হাজারো ব্যস্ততার মধ্যেও মায়ের শততম জন্মদিনে বাড়ি গেলেন তিনি। আজ যে ১৮ জুন। আজ যে হীরাবেন মোদীর জন্মদিন। তার উপর তিনি আজ ১০০ বছরে পদার্পন করলেন। সেই উপলক্ষেই আজ গান্ধীনগরে গিয়েছেন প্রধানমন্ত্রী। মায়ের জন্মদিন বেশ ভালো করেই পালন করলেন তিনি। মায়ের জন্য করা হয়েছিল বিশেষ আয়োজনও। বডনগরের হাটকেশ্বর মন্দিরে আয়োজন করা হয়েছে বিশেষ পুজোরও।

নিজের ট্যুইটার একাউন্ট থেকে মায়ের সঙ্গে বেশ কয়েকটি ছবিও পোস্ট করেছেন প্রধানমন্ত্রী । সেখানে দেখা যাচ্ছে পরম যত্নে মায়ের পা ধুইয়ে দিচ্ছেন ছেলে। কখনও মায়ের সঙ্গে গল্প করছেন, কখনও বা মায়ের জন্য নৈবেদ্য সাজিয়েছেন। মা ও ছেলের এমন আবেগঘন মুহূর্ত সামাজিক মাধ্যমের দৌলতে ছড়িয়ে পড়েছে সারা দেশে।

জানা যাচ্ছে, মেহসানা জেলার বডনগরের বাড়িতে হীরাবেনের জন্মদিন পালনের উৎসব করা হবে আজ। গান্ধীনগরের রাইসান গ্রামে প্রধানমন্ত্রীর ছোট ভাই পঙ্কজের সঙ্গেই থাকেন হীরাবেন। আজ সে বাড়িতে জড়ো হয়েছে পরিবারের অন্যান্য সদস্যরাও।

মায়ের শততম জন্মদিনে শনিবার সারাদিন ধরে গান্ধীনগরে বিভিন্ন অনুষ্ঠান হবে। মন্দিরে চলবে বিশেষ পুজাপাঠও। সূত্র মারফত খবর, শতায়ু হীরাবেন মোদীর নামে এবার গুজরাতে একটি রাস্তারও নামকরণ হতে চলেছে। গান্ধীনগরের রায়সান পেট্রোল পাম্প থেকে ৮০ মিটার দূরত্ব পর্যন্ত এই রাস্তার নাম হতে চলেছে প্রধানমন্ত্রীর মায়ের নামে। জানা যাচ্ছে নতুন রাস্তাটির নাম হবে ‘পূজ্য হীরাবা মার্গ’।

গত ১১ মার্চ দু’দিনের জন্য গুজরাত সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় নিজের মায়ের সঙ্গে দেখাও করেন তিনি। করোনার পর সেটাই মায়ের সঙ্গে প্রথম সাক্ষাৎ ছিল প্রধানমন্ত্রী। দলীয় সূত্রে খবর, আজ ভদোদরায় একটি জনসভায় ভাষণও দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সভায় সরকারি সুবিধা লাভকারী মানুষজনের সঙ্গে দেখা করবেন তিনি। জানা যাচ্ছে সর্দার এস্টেটের কাছে একটি কুষ্ঠ হাসপাতালে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


Sudipto

সম্পর্কিত খবর