ভারতীয় সেনা রাফালের এন্ট্রিতে উচ্ছ্বসিত লেফটেনেন্ট ধোনি, ট্যুইট করে জাহির করলেন খুশি

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) জন্য আজ এক ঐতিহাসিক দিন। ফ্রান্সের থেকে ক্রয় করা বিশ্বের সবথেকে অত্যাধুনিক পাঁচটি রাফাল লড়াকু বিমানের মধ্যে একটি আজ অফিসিয়ালি ভাবে বায়ুসেনায় যুক্ত হল। আজ এই দিনে আম্বালা এয়ারবেসে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী উপস্থিত ছিলেন। এছাড়াও বায়ুসেনা প্রধান আর কে এস ভাদোরিয়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) আজ এই ঐতিহাসিক দিনে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। ধোনি নিজের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করে লেখেন, ‘লড়াইয়ে নিজেকে প্রমাণ করা বিশ্বের সর্বশ্রেষ্ঠ ৪.৫ জেনারেশনের লড়াকু বিমান সেনায় যুক্ত হওয়ার সাথে সাথে সবথেকে উৎকৃষ্ট মানের ফাইটার পাইলটও মিলে গেছে। আমাদের যোগ্য পাইলটদের হাতে আর ভারতীয় বায়ুসেনার আলাদা আলদা বিমানের মধ্যে এই বিমানের শক্তি আরও বেড়ে যাবে।”

আরেকটি ট্যুইট করে উনি লেখেন, ‘বায়ুসেনার গোল্ডেন অ্যারো স্কোয়াড্রানে রাফাল যুক্ত হওয়ায় শুভেচ্ছা। আমি আশা করছি যে, রাফাল, মিরাজ-২০০০ কেও পিছিয়ে দেবে। কিন্তু আমার কাছে শুখোই সবথেকে প্রিয়। এবার ডগফাইটের জন্য জওয়ানরা আরও একটি লক্ষ্য পেয়ে গেলো।” জানিয়ে দিই, মহেন্দ্র সিং ধোনি ইন্ডিয়ান টেরিটোরিয়াল আর্মির লেফটেনেন্ট কর্নেল র‍্যাংকের অধিকারী। উনি ২০১১ সালে এই র‍্যাংক হাসিল করেছিলেন। এই র‍্যাংকের জন্য উনি অনেক সৈন্য অভ্যাসও করেছেন।

সম্পর্কিত খবর

X