মমতাকে প্রধানমন্ত্রীর মুখ বানাতে, দেওয়াল লিখনে প্রতিটি ভাষায় লেখা হল মা মমতা

বাংলাহান্ট ডেস্কঃ টার্গেট ২৪-র লোকসভা নির্বাচন। সেই লক্ষ্যে এগিয়ে যেতে দলকে সর্বভারতীয় স্তরে পৌঁছে দিতে মরিয়া তৃণমূল (tmc) শিবির। অন্যদিকে একুশের বিধানসভা নির্বাচনের পর জাতীয় জনপ্রিয়তা আরও বেড়ে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। সামনেই একুশে জুলাই তাঁর বার্তা পৌঁছে যাবে বাংলা ছড়িয়ে ভারতের বিভিন্ন রাজ্যে।

পূর্বেই মমতা ব্যানার্জীকে সমর্থন করে তামিলনাড়ুতে ‘আম্মা’ রূপে দেওয়াল লিখনে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীর ছবি। এবার জাতীয় স্তরে তাঁর মহিমা দ্রুতই পোছে দেওয়ার জন্য উত্তর কলকাতায় শুরু হল এক বিশাল দেওয়াল লিখন। প্রায় ১২×১৬ ফুটের দেওয়ালে তুলির টানে বিভিন্ন ভাষায় লেখা হচ্ছে ‘মা মমতা’।

mamata 52

হুগলির যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগেই এমন আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মোদী বিরোধী প্রধান মুখ হিসেবে তুল ধরতে, উঠে পড়ে লেগেছে তৃণমূল শিবির। সেইমত একুশের জুলাইয়ের আগেই মমতা ম্যাজিক ছড়িয়ে দিতে শুরু হয়েছে দেওয়ান লিখনের কাজ।

উত্তর কলকাতায় নানা রং দিয়ে ভারতের এক বিশাল মানচিত্র আঁকা হয়েছে দেওয়ালে। সেখানে ২৯ টি রাজ্যকে পৃথক ২৯ টি রঙ্গেও রাঙ্গানো হয়েছে। আর সেখানে প্রতিটি রাজ্যের আঞ্চলিক ভাষায় লেখা হয়েছে ‘মা মমতা’। পাশাপাশি সাদা কালো তুলির টানে ফুটিয়ে তোলা হয়েছে মুখ্যমন্ত্রীর মুখও।

cvvcvzc

একুশের বিধানসভা নির্বাচনে জয়লাভ করার পর তৃণমূলের লক্ষ্য ২৪-র লোকসভা। সেই লক্ষ্যে দেশের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই তৃণমূলের সবুজ আভা ছড়িয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে গিয়েছে। সেই কারণে চলতি মাসের সপ্তাহে দিল্লী সফরে যাবেন মুখ্যমন্ত্রীও। আর মুখ্যমন্ত্রীর এই সফর খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে তারও আগে একুশে জুলাই গোটা দেশের যাতে ‘মমতার বার্তা’ ছড়িয়ে পড়ে সেই চেষ্টায় লেগে রয়েছে তৃণমূল বাহিনী।


Smita Hari

সম্পর্কিত খবর