এবার ‘দুয়ারে ডিম-ভাত’, পুজোর আগেই দুর্দান্ত উদ্যোগ রাজ্যের, ধন্য ধন্য করছে সাধারণ মানুষ

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের সাধারণ মানুষের জন্য একের পর এক প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষীর ভাণ্ডার থেকে রূপশ্রী, কন্যাশ্রী আরও কত কি। রাজ্য সরকারের (Government of West Bengal) এই সকল প্রকল্পের মধ্যেই অন্যতম জনপ্রিয় একটি প্রকল্প হল মা ক্যান্টিন (Maa Canteen)।

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে এই ‘মা ক্যান্টিন’ খোলার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই জোর কদমে শুরু হয়ে যায় কাজ। রাজ্যের বিভিন্ন পৌরসভা এলাকায় প্রশাসনিকভাবে এই মা ক্যান্টিন প্রকল্প চালানো হয়ে থাকে। মমতা সরকারের উদ্যোগে চালিত ‘মা ক্যান্টিন’-এ ক্যান্টিনগুলিতে দুপুরবেলায় মাত্র ৫ টাকায় ভরপেট খাওয়ার পাওয়া যায়। দেওয়া হয় ভাত, ডাল ও ডিমের তরকারি।

মা ক্যান্টিনে যে খাবার দেওয়া হয় তা অবশ্যই ৫টাকায় দেওয়া সম্ভব নয়। এক্ষেত্রে উপভোক্তাদের থেকে ৫ টাকা নেওয়া হলেও বাকি টাকা রাজ্য সরকার তরফে ভর্তুকি হিসাবে দেওয়া হয়ে থাকে। এবার শোনা যাচ্ছে মা ক্যান্টিনের নাকি সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছে। অনেকে এর নাম দিয়েছেন দুয়ারে মা ক্যান্টিন (Duare Maa Canteen)। কি এই প্রকল্প জানেন?

জানিয়ে রাখি, এ কোনো নতুন প্রকল্প নয়। দুয়ারে দুয়ারে মা ক্যান্টিনের খাবার পৌঁছে দেওয়া হচ্ছে বন্যা কবলিত মানুষের জন্য। সকলের জন্য এই পরিষেবা দেওয়া হচ্ছে না। বনগাঁ পুরসভার একাধিক ওয়ার্ডে বন্যা কবলিত এলাকায় যে সকল ত্রাণ শিবির রয়েছে অথবা বন্যার জেরে অসহায় মানুষ গৃহবন্দী হয়ে পড়েছেন সেই সমস্ত জায়গাতেই এই মা ক্যান্টিন পৌঁছে যাচ্ছে।

Mamata Banerjee

আরও পড়ুন: হাঁটুর বয়সী করিনাকে বিয়ে, ছোট থেকে পাননি বাবার স্নেহ, ইব্রাহিমের সঙ্গে দূরত্বের জন্য আক্ষেপ সইফের

বন্যার কবলে পড়া মানুষদের কাছে বিনামূল্যে পৌঁছে যাচ্ছে মা ক্যান্টিনের রান্না করা গরম গরম ভাত, ডাল, আর ডিম। সরকারের এই উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশি দুর্গতরা। চরম দুর্যোগের দিন সরকারের এই পদক্ষেপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বনগাঁ পুরসভাকে ধন্যবাদ জানিয়েছেন হাজার দুর্গত মানুষ।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর