মেলায় হারানো ছোট্ট পরীকে মনে আছে! এখন কি করছেন ‘মা’ সিরিয়ালের এই শিশুশিল্পী?

বাংলা হান্ট ডেস্ক : ‘তোমায় ছাড়া ঘুম আসেনা মা (Maa)’! একটা সময় সন্ধ্যা হলেই বাংলার প্রত্যেক ঘরে ঘরে এই ‘মা’ (Maa) সিরিয়াল দেখার জন্য সব কাজ সেরে বসে পড়তেন বাংলা সিরিয়ালের দর্শকরা। জনপ্রিয় এই মেগার (Maa) ছোট্ট ‘পরী’কে (Pari) মনে আছে নিশ্চয়ই? মায়ের সাথে মেলায় ঘুরতে গিয়ে হারিয়ে গিয়েছিল সে। সেই পরে বড় বয়সে ঝিলিক হয়ে ওঠে।

‘মা’ (Maa) সিরিয়ালের এই ছোট্ট পরী এখন কি করছেন জানেন?

টেলিভিশনের পর্যায় সম্প্রচারিত এই  জনপ্রিয় মেগায় ছোট্ট পরীর চরিত্রে অভিনয় অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন শিশু সুহিনা রায় (Soohena Ray)। খুদে এই শিল্পীর এক হাসিতেই মন গলেছিল বাংলা সিরিয়ালের দর্শকদের। পরে একাধিক সিরিয়ালে অভিনয় করলেও আজ পর্যন্ত ছোট্ট  পরী চরিত্রের মতো তাঁর আর কোন চরিত্রই দাগ কাটতে পারেনি দর্শকমহলে।

এই সিরিয়ালই ছোট্ট পরীকে দর্শকদের একেবারে নয়নের মনে করে তুলেছিল। এরপর তার কাছে এসেছে একাধিক সিরিয়ালে অভিনয়ের সুযোগ। এমনকি অল্প বয়সেই হিন্দি সিরিয়ালেও শিশু শিল্পী হিসাবে অভিনয় করেছিলেন সুহিনা।  এছাড়াও তাঁকে দেখা গিয়েছিল ‘মায়া’ নামের একটি ভৌতিক সিনেমায়।

আরও পড়ুন : বাংলা ছেড়ে মুম্বাই কাঁপাচ্ছেন ঋষি কৌশিক, আসছে আরও এক হিন্দি সিরিয়াল

বর্তমানে ‘মা’ সিরিয়ালের এই ক্ষুদে শিল্পী আর বাচ্চা নেই। তবে শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পেলেও পরবর্তীকালে তাঁকে আর সেভাবে অভিনয় করতে দেখা যায়নি। ফেসবুকে নিজের নামেই একটি অ্যাকাউন্ট রয়েছে সুহিনার। তবে দর্শকদের প্রিয় এই পরী আবার কবে লাইট ক্যামেরা অ্যাকশনের জগতে ফিরবেন তা অবশ্য জানা নেই।

MAa

মা সিরিয়ালে পরী চরিত্রে সুহিনা ছাড়াও অভিনয় করেছিলেন আরও দুই জনপ্রিয় অভিনেত্রী। তাঁদের মধ্যে পরীর কিশোরী বেলার চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী তিথি বসু। আর যুবতী পরী ওরফে ঝিলিক চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর