বাংলাহান্ট ডেস্ক: বিটাউনের প্রিয় দম্পতিদের মধ্যে অন্যতম সঞ্জয় দত্ত (Aanjay dutt) ও মান্যতা দত্ত (Maanayata dutt)। সঞ্জু বাবার প্রেমে পড়ে বয়সের ফারাক থাকা সত্ত্বেও বিয়ে করেছিলেন মান্যতা। তাঁকে ফেরাননি অভিনেতা। প্রথমে একাধিক বিয়ে ভাঙলেও মান্যতার হাত ধরেই এতদিন রয়ে গিয়েছেন সঞ্জয়। তাঁর অসুস্থতার সময়েও শক্ত ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন মান্যতা।
সেই ২০০৮ সালে মান্যতার সঙ্গে বিয়ে হয়েছিল সঞ্জয়ের। পায়ে পায়ে ১৪ টা বছর কাটিয়ে দিলেন তাঁরা। সম্প্রতি ১৪ তম বিবাহ বার্ষিকীতে স্বামীর সঙ্গে একটি মিষ্টি ভিডিও শেয়ার করেছিলেন মান্যতা। ভিডিওতে বলিউডের সঞ্জু বাবাকে দেখা যাচ্ছে, এক মনে স্ত্রীর পদসেবা করতে। সাদা পাঞ্জাবি পরে মান্যতার পা টিপে দিচ্ছেন তিনি।
ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আমার সবথেকে সেরা দিনগুলো তোমার সঙ্গে কাটানো। ধন্যবাদ তোমাকে তোমার জন্য। বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা।’ কমেন্ট বক্সে সঞ্জয় মান্যতা জুটির অনুরাগীরাও শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। সেই সঙ্গে মশকরাতেও মেতেছেন অনেকে।
একজন লিখেছেন, লোকটা সঞ্জয় দত্ত হলেও তাঁকে বৌয়ের পা টিপতেই হয়। আবার অনেকে দাবি করেছেন, অভিনেতা সম্পূর্ণ নেশায় রয়েছেন বলে মনে হচ্ছে। একজন আবার প্রশংসা করে লিখেছেন, ‘বাবা মায়ের সেবার পর ধর্মপত্নির সেবাই সবথেকে বড় ধর্ম বলে লেখা হয়েছে শাস্ত্রতে।’
https://www.instagram.com/reel/CZ1A5ShJd7J/?utm_medium=copy_link
বলিউডে সঞ্জয় মান্যতার সম্পর্ক অনেকের কাছেই দৃষ্টান্ত স্বরূপ। একাধিক সম্পর্ক ও বিয়ে ব্যর্থ হওয়ার পর মান্যতার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সঞ্জয়। নিজের থেকে ১৬ বছরের ছোট হলেও অভিনেতার অন্যতম বড় অবলম্বন নিঃসন্দেহে মান্যতা। কিছুদিন আগে তাঁর ক্যানসারের সঙ্গে লড়াইয়ের সময়েই তা দিব্যি বোঝা গিয়েছে।
প্রসঙ্গত, আগামীতে কন্নড় ছবি KGF Chapter 2 তে খলনায়ক অধীরার চরিত্রে অভিনয় করছেন সঞ্জয় দত্ত। ফের মাসলওয়ালা লুকেও দেখা যেতে চলেছে তাঁকে। এর আগেই প্রকাশ্যে এসেছিল অধীরার চরিত্রে সঞ্জয়ের প্রথম লুকের পোস্টার। তুমুল ভাইরালও হয়েছিল তা। KGF ছবির পর সিকুয়েল হল KGF Chapter 2। ছবির পরিচালনা করছেন প্রশান্ত নীল। মুখ্য চরিত্রে রয়েছেন যশ।