বাংলা হান্ট নিউজ ডেস্ক: শনিবার কোহলি ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ায় ভারতীয় ক্রিকেট বিরাট অধ্যায়ের সমাপ্তি ঘটল। তিনি একটি টুইট করেছেন এবং তার ভক্তদের অবাক করে দিয়ে টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা দিয়েছেন। তারপরেই নতুন টেস্ট অধিনায়ক বেছে নেওয়ার সময় এসেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সামনে। ১ মাস আগে যখন বিরাটকে ওয়ান ডে দলের অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়া হয়, তখন তার জায়গায় রোহিত শর্মাকে টি-টোয়েন্টি ও ওয়ান ডে দলের অধিনায়কত্ব দিয়েছে বোর্ড।
তবে টেস্ট দলের অধিনায়কত্ব নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি বিসিসিআই। ভারর্তীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার বিশ্বাস করেন যে তরুণ উইকেটরক্ষক রিশভ পন্থ এই পদের জন্য সেরা অপশন হতে পারেন। যদিও তাদের বিশ্বকাপ জয়ী দলের সদস্য মদন লাল একটু ভিন্ন ধারণা পোষণ করেন। ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য মদন লাল মনে করেন পন্থকে আরও কিছু সময় দেওয়া উচিত। ভারতীয় দলের নেতৃত্বের জন্য তার এখনও অনেক কিছু শেখার আছে।
একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনে সময় প্রাক্তন ভারতীয় কোচ নতুন অধিনায়ক সম্পর্কে বলেছেন, ‘দেখুন, এই মুহূর্তে অধিনায়ক হিসাবে রোহিত শর্মাই সেরা বিকল্প। আমি মনে করি না অধিনায়কত্বের ক্ষেত্রে খুব বেশি পরিবর্তনের প্রয়োজন আছে। রোহিত শর্মা নিজেকে প্রমাণ করেছেন।”
লোকেশ রাহুল এবং রিশভ পন্থ সম্পর্কে তিনি বলেন, ‘ রাহুল এবং পন্থের হাতে এখনও সময় আছে। তাদের জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করা উচিত। আরও দু-তিন বছর অপেক্ষা করলেও সমস্যা নেই। তাদের এখনও অনেক কিছু শিখতে হবে। ধারাবাহিকভাবে পারফর্ম করতে থাকলে তাদেরও সময় আসবে।