শ্বশুরমশাই ব‍্যস্ত বাংলায় প্রচারে, সুপারহিট হিন্দি গানের সঙ্গে জমিয়ে কোমর দোলালেন মিঠুন-পুত্রবধূ মাদলসা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সুপারস্টার মিঠুন চক্রবর্তীর (mithun chakraborty) পুত্রবধূ মাদলসা শর্মা (madalasa sharma) যে হিন্দি (hindi) সিরিয়াল (serial) জগতে বেশ জনপ্রিয় তা এতদিনে অনেকেই জেনে গিয়েছেন। নিজের অভিনয় দক্ষতা দিয়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। তবে সেই সঙ্গে মিঠুনের পুত্রবধূ হওয়ায় মাদলসাকে নিয়ে কৌতূহলও কম নেই নেটিজেন ও দর্শকদের।

সোশ‍্যাল মিডিয়াতে বেশ সক্রিয় থাকেন মাদলসা। প্রায়ই সিরিয়ালের সেট থেকে ছবি, ভিডিও শেয়ার করতে থাকেন তিনি। অভিনয়ের পাশাপাশি নজরকাড়া স্টাইল স্টেটমেন্ট দিয়েও নেটিজেনদের মন জয় করে নিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি ফের একটি ভিডিও শেয়ার করেছেন তিনি।


এই মুহূর্তে অনুপমা সিরিয়ালে কাব‍্যার চরিত্রে অভিনয় করছেন মাদলসা। কাব‍্যার বেশেই ভিডিওটি শুট করেছেন তিনি। জনপ্রিয় গান ‘জওয়ানি জানেমন হাসিনে দিলরুবা’ গাইতে গাইতে নাচতে দেখা যাচ্ছে তাঁকে। এমন সময় পেছন থেকে হঠাৎ করেই সিরিয়ালের আরেক চরিত্র বনরাজ চলে আসেন। মাদলসা ভ‍্যাবাচ‍্যাকা খেয়ে দাঁড়িয়ে যান।

https://www.instagram.com/p/CNCKzJ4JyIu/?igshid=1drfc8y0vmg67

আসলে মজার ছলেই এই ভিডিওটি বানিয়েছেন মাদলসা‌। তাঁর মজার কাণ্ডকারখানা দেখে হেসে লুটোপুটি খাচ্ছে নেটিজেনরা। এর আগে মা শীলা শর্মার সঙ্গে ‘সেক্সি ব‍্যাক’ গানে কোমর দোলাতে দেখা গিয়েছিল মাদলসাকে। তুমুল ভাইরাল হয়েছিল ভিডিওটি।

প্রসঙ্গত, ২০১৮ সালের জুলাইতে মিঠুন পুত্র মিমোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাদলসা। ফিল্মি পরিবারে বড় হওয়ায় অভিনয়ের দিকে আলাদা টান ছিল তাঁর। ২০০৯ এ তেলুগু ছবি ফিটিং মাস্টার এর হাত ধরে ডেবিউ করেন মাদলসা। এছাড়া কন্নড়, তামিল, জার্মান ও কয়েকটি হিন্দি ছবিতেও অভিনয় করেছেন তিনি।

https://www.instagram.com/p/CM9lL-2J9AB/?igshid=1xujwx06fosdy

এর আগে অন্নপূর্ণা নামে একটি টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন মাদলসা। গত বছরের ১৩ জুলাই থেকে শুরু হয় ধারাবাহিকটির সম্প্রচার। টেলিভিশন দিয়ে কেরিয়ার শুরু করার কথা নাকি মিঠুনই বলেন মাদলসাকে।

সম্পর্কিত খবর

X