এই বয়সে এসেও ছাড়তে পারেননি আসক্তি! শ্বশুর মিঠুনকে নিয়ে মুখ খুললেন মাদলসা

বাংলাহান্ট ডেস্ক : বিনোদুনিয়ার সমস্ত তিক্ত সম্পর্কের ঊর্দ্ধে উঠে দৃষ্টান্ত স্থাপন করেছেন শ্বশুর-বৌমা জুটি মিঠুন চক্রবর্তী এবং মাদলসা শর্মা (Madalsa Sharma)। অভিনেতার বড় ছেলে মহাক্ষয় ওরফে মিমোর স্ত্রী মাদলসা। পরিবারে এখনো পর্যন্ত এই একটিই বৌমা রয়েছে মিঠুনের। ছেলে অভিনয় জগতে ব্যর্থ হলেও মাদলসা (Madalsa Sharma) বেশ ভালো কেরিয়ার তৈরি করেছেন। তাই তাঁকে খুবই স্নেহ করেন মহাগুরু। তেমনি মাদলসাও শ্বশুরমশাইয়ের একনিষ্ঠ ভক্ত।

মিঠুনকে নিয়ে বললেন মাদলসা (Madalsa Sharma)

বাংলা তথা দেশের বিনোদন এবং রাজনৈতিক মহলে এখন চর্চায় শুধু একটাই নাম, মিঠুন চক্রবর্তী। দাদাসাহেব ফালকে পুরস্কার পেতে চলেছেন তিনি। দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর ফের কোনো বাঙালির হাতে উঠবে দেশের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান। সমগ্র দেশের মানুষের সঙ্গে উৎসবে মেতেছেন পরিবারের সদস্যরাও। এবার অভিনেতাকে নিয়ে মুখ খুললেন পুত্রবধূ মাদলসা (Madalsa Sharma)। সেই সুযোগ ফাঁস করলেন কিছু অজানা তথ্যও।

আরো পড়ুন : একজনে তৃপ্ত নন, বিয়ের আগে ৬ পুরুষের সঙ্গে সম্পর্ক-সহবাস এই নায়িকার, রয়েছেন দুই ক্রিকেটারও!

মিঠুনের ভূয়সী প্রশংসা পুত্রবধূ মাদলসার

শ্বশুরের প্রশংসায় পঞ্চমুখ মাদলসা (Madalsa Sharma)। মিঠুনের সঙ্গে তাঁর খুবই ভালো সম্পর্ক। মাদলসার কথায়, তাঁর শ্বশুরমশাই অত্যন্ত সফল একজন মানুষ। তাঁর জীবনের উপরে না শেষ হওয়া বই লিখে ফেলা যায়। বিশ্বজুড়ে তাঁর ভক্ত ছড়িয়ে রয়েছে। বাস্তবে একজন ট্রেন্ড সেটার তিনি। কোনো ভাষাতেই তাঁর ক্যারিশ্মা প্রকাশ করা যায় না।

আরো পড়ুন : দাদাসাহেব ফালকে পাচ্ছেন মিঠুন, কী কী থাকে পুরস্কারে? কতজন বাঙালিই বা পেয়েছেন এই সম্মান?

ব্যক্তিগত জীবনে কেমন অভিনেতা

ব্যক্তি মিঠুনকে নিয়েও মুখ খোলেন মাদলসা (Madalsa Sharma)। অভিনেতার হৃদয় নাকি সোনা দিয়ে মোড়ানো। ব্যক্তিগত জীবনে চলার পথে বৌমাকে নানান উপদেশ দিয়ে থাকেন মিঠুন। মাদলসা (Madalsa Sharma) জানান, মিঠুন নাকি তাঁকে সবসময় বলেন, যতই সাফল্য আসুক না কেন, পা যেন মাটিতেই থাকে। মিঠুনের মতে, কাজই ধর্ম। এই বয়সে এসেও কাজে নাকি তাঁর প্রবল আসক্তি বলে জানান মাদলসা (Madalsa Sharma)।

Madalsa Sharma

মিঠুনের বড় ছেলে মহাক্ষয়কে বিয়ে করেছেন মাদলসা। মিঠুন পুত্র অভিনয় জগতে নাম করতে ব্যর্থ হয়েছেন। তবে মাদলসা হিন্দি ছোটপর্দার যথেষ্ট পরিচিত মুখ। ইতিমধ্যেই বেশ নাম করে ফেলেছেন মিঠুন পুত্রবধূ।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর