একফ্রেমে রচনা ও মদন মিত্র, কানে কানে কী বলছেন বিধায়ক? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

বাংলা হান্ট ডেস্ক : ইতিমধ্যেই অনেকটাই থিতিয়ে এসেছে দুর্গাপুজোর (Durgapuja) উন্মাদনা। প্রত্যেকটি পুজো মণ্ডপে এবং বাড়ির দুর্গা প্রতিমাকে বরণ করে সিঁদুর খেলায় মেতে উঠতে দেখা গিয়েছে মহিলাদের। প্রতিমা নিরঞ্জনের পর অনেকেরই মন খারাপ। কারণ এরপর আরও একটা বছরের অপেক্ষা। এসবের মধ্যেই শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া (Social Media) স্ক্রোলিং।

যা করতে গিয়ে সামনে এসেছে মদন মিত্র (Madan Mitra) এবং রচনা ব্যানার্জির (Rachana Banerjee) বেশকিছু ছবি‌। কামারহাটির বিধায়ক যে রমণীমহলে কতটা জনপ্রিয় তা আর বলার অপেক্ষা রাখে না। কথাতেই আছে, মদন মিত্র যেখানে রমণীরাও সেখানে। আর সেই মদন মিত্র প্যান্ডেল হপিং-এ বেরোবেননা তাই কখনও হয়! আর এবার তিনি ঠাকুর দেখলেন রচনা ব্যানার্জির সাথে।

এইদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল বিধায়ক এবং অভিনেত্রীর বেশকিছু ছবি। ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে মদন মিত্রের পরনে রয়েছে কালো পোশাক। সাথে তার স্টাইল স্টেটমেন্ট কালো চশমা তো আছেই। অন্যদিকে অভিনেত্রী রচনা ব্যানার্জি নিজেকে সাজিয়েছিলেন লাল পোশাকে। সাথে পরেছেন সোনার অলঙ্কার এবং মানানসই মেকআপ।

আরও পড়ুন : ‘নেই ব্যাঙ্কিং, গর্ভপাতের পরেও শ্যুটিং-র প্রেশার’! টিভি শো নিয়ে বিষ্ফোরক অপরা মেহতা

img 20231025 wa0010

কোনও ছবিতে দেখা যাচ্ছে হাসিহাসি মুখে পোজ দিচ্ছেন দুজন তো কোনও ছবিতে দেখা যাচ্ছে রচনা ব্যানার্জির কানে কানে কিছু বলছেন তিনি। কী বলছেন সেটা জানা না গেলেও নেটিজেনরা এটা নিয়ে হাসিঠাট্টা করতে ছাড়ছেননা। এইদিন রচনা ব্যানার্জির মুখেও দেখা গেল এক গাল হাসি। কয়েকটি ছবিতে মদন মিত্র ও রচনা ব্যানার্জি বাদ দিয়ে আরও বেশকিছু মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : ‘মুসলিম নামের কলঙ্ক’! বিজয়া দশমীর শুভেচ্ছা জানাতেই ধর্ম টেনে কটাক্ষ নুসরতকে

img 20231025 wa0014

প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল দুর্গাবাড়ি মেট্রোপলিটনের প্রতিমা নিরঞ্জনের সময় উপস্থিত ছিলেন কামারহাটির বিধায়ক। সেখানে তিনি নাম না করেই বিজেপির দিকে তির ছুড়লেন। এইদিন তিনি বলেন, ‘‌প্রতিমা দর্শন করতে এলাম। মেয়েদের এই সিঁদুরকে সাক্ষী রেখে শপথ নিলাম চব্বিশের মহাযুদ্ধে একটা প্যাণ্ডেলে রাম আটকে থাকবে না। প্রতিটি প্যান্ডেলে রাম–সীতা–লক্ষ্মণ–হনুমান সবাই থাকবেন। এই লড়াই তৃণমূল কংগ্রেস করবে। মায়ের পুজোকে যাঁরা একটা মণ্ডপে আটকে রাখে তাঁদের বিরুদ্ধে লড়াই আমাদের। আর এটা একটা প্যান্ডেল নয়, মন্দির। ওটা তৈরি করা হয়েছে একজনকে খুশি করার জন্য। রামমন্দিরের নাম ব্যবহার করে সুযোগ নিয়েছে।’‌


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর