মদন মিত্রের ‘ওহ লাভলি’ লাইভে ধরা দিলেন বিজেপির রিমঝিম, গুঞ্জন শুরু নেট পাড়ায়

বাংলা হান্ট ডেস্কঃ একুশের নির্বাচনের ঠিক আগেই বিজেপির তিন স্টার কন্যাকে দেখা গিয়েছিল তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা মদন মিত্রের সঙ্গে। যা নিয়ে পরবর্তী ক্ষেত্রে কম কটাক্ষ সহ্য করতে হয়নি শ্রাবন্তী চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী এবং পায়েল সরকারদের। এমনকি বিজেপির প্রবীণ নেতা তথাগত রায় তো ‘নগরীর নটি’ বলেও কটাক্ষ করতে ছাড়েননি। এবার ফের একবার বিজেপি শিবিরের স্টার কন্যার সঙ্গে দেখা গেল কামারহাটির বিধায়ককে।

ঘটনাটি ঠিক কি? আসলে জনপ্রিয় সিরিয়াল ‘কৃষ্ণকলি’ খ্যাত অভিনেতা ভিভান ঘোষ ও পৃথা মুখোপাধ্যায়ের বিবাহবার্ষিকীতে স্বাভাবিকভাবেই নক্ষত্রদের চাঁদের হাট বসেছিল। উপস্থিত ছিলেন রাজীব বসু, নীল ভট্টাচার্য, তৃণা সাহা, শঙ্কর চক্রবর্তী, সাহেব চট্টোপাধ্যায়, তিয়াসা রায়, সৌরভ সাহা সময় একাধিক টেলিপাড়ার অভিনেতা অভিনেত্রী। তবে বিশেষ আকর্ষণ হয়ে দাঁড়ান কামারহাটির বিধায়ক মদন মিত্র এবং অভিনেত্রী রিমঝিম মিত্র। নির্বাচনের আগেই মোটামুটি স্পষ্ট করে দিয়েছেন তিনি বিজেপি সমর্থক। আর তারপরেই এক ফ্রেমে দুজনকে দেখা যেতেই গুঞ্জন শুরু হয়েছে নেটপাড়ায়।

মদন মিত্রের লাইভ যে রীতিমতো জনপ্রিয় একথা এখন সকলেই জানেন। কার্যত যেখানে যান সেই সব জায়গা থেকেই লাইভ করেন মদন মিত্র। আর তার মুখে উঠে আসে পেটেন্ট শব্দ ‘ওহ লাভলী’। এদিকে তার ব্যতিক্রম ঘটেনি। নিজের স্বভাব মতই অনুষ্ঠানটি লাইভ তার সমর্থকদের সামনে তুলে ধরেন মদন। ভিডিওতে বেশ কয়েকবার উঠে আসে ‘ওহ লাভলি’ শব্দবন্ধটিও।

IMG 20210822 214602

ভিডিওতে মদনের কথা শুনে হাসতে দেখা যায় রিমঝিমকেও। কার্যত শুধু রিমঝিম না এদিন সকলকেই এক এক করে দেখিয়েছিলেন মদন। কিন্তু রিমঝিম এবং মদন মিত্রের ঠাট্টা-মশকরা পূর্ণ আলাপ নজর কেড়েছে সকলের। যার জেরে অনেকেই ফের একবার “ওহ লাভলি” বিতর্ক তুঙ্গে তুলছেন।

 

Abhirup Das

সম্পর্কিত খবর