পুজোর আগেই বিশেষ মিউজিক ভিডিও, মদন মিত্রর সঙ্গে সারা রাত জেগে শুটিং করলেন শ্রাবন্তী

বাংলাহান্ট ডেস্ক: মহালয়া মানেই পুজো (Durgapuja) শুরু। এ বছ‍র ১ লা সেপ্টেম্বর থেকেই ঢাকে কাঠি পড়ে গেলেও পুজোর আমেজ মহালয়া না আসলে যেন পাওয়াই যায় না। এ বছর তৃণমূলের দু দুজন সদস‍্য উপহার দিচ্ছেন মিউজিক ভিডিও। প্রথম জন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। মহালয়ার আগের দিনই প্রকাশ‍্যে এসেছে তাঁর গানের ভিডিও। আর দ্বিতীয় জন মদন মিত্র (Madan Mitra)। তিনি শেয়ার করেছেন শুটিংয়ের ভিডিও।

বাণীমন্দিরের পুজোর থিম সং গেয়েছেন বিধায়ক মদন মিত্র। সেই মিউজিক ভিডিওরই শুট হল শোভাবাজার রাজবাড়িতে। রাত জেগে মিউজিক ভিডিওর শুট করেছেন মদন মিত্র। সঙ্গে ছিলেন অভিনেতা ওম সাহানি (Om Sahani) এবং অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ‍্যায় (Srabanti Chatterjee)। ছিলেন আরো এক তারকা। বিধায়ক তথা গায়িকা অদিতি মুন্সি (Aditi Munshi)।

Madan srabanti scaled
সবুজ পাঞ্জাবি, লাল ধুতি, গলায় লাল উত্তরীয় এবং চোখে সিগনেচার কালো সানগ্লাস, এমনি লুকে দেখা গেল মদন মিত্রকে। সবুজ সোনালি শাড়িতে ঝলমল করছিলেন শ্রাবন্তী। হলুদ লাল ধুতি পাঞ্জাবিতে দেখা গেল ওমকে। লাল পাড় হলুদ শাড়িতে সেজেছিলেন অদিতি। মিউজিক ভিডিওর জন‍্য ঢাকে কাঠিও ছোঁয়ান মদন মিত্র। নেচে ওঠেন শ্রাবন্তী।

 

সারা রাত শুটিংয়ের কিছু ঝলক নিজের ইউটিউব চ‍্যানেলে শেয়ার করেছেন বিধায়ক মদন মিত্র। সঙ্গে থিম সংয়ের মিউজিক ভিডিওটিও শেয়ার করেছেন তিনি। মহালয়ার দিনই মিউজিক ভিডিওটি নিজের ইউটিউব চ‍্যানেলে শেয়ার করেছেন বিধায়ক।

 

অন‍্যদিকে মহালয়া উপলক্ষে মা দূর্গার রূপে ধরা দিয়েছেন শ্রাবন্তী। লাল শাড়ি, গয়না, মাথায় মুকুট পরেছেন তিনি। কপালে আঁকা ত্রিনয়ন। দেবীপক্ষের সূচনায় নিজের দেবীর সাজে সেজেছেন শ্রাবন্তী। তাঁর ছবিটিও বেশ ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়।

Niranjana Nag

সম্পর্কিত খবর