শ্রাবন্তী তৃণমূলে এলেই ফের গঙ্গাবক্ষে পার্টি হবে: মদন মিত্র

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সপ্তাহ খানেক আগে বিজেপি ত‍্যাগ করেছেন শ্রাবন্তী চট্টোপাধ‍্যায় (srabanti chatterjee)। নির্বাচনে গোহারা হেরে মাস কয়েক পরে মোহভঙ্গ হয়েছে তাঁর। ফলে রাজনীতি ছেড়ে ফের অভিনয়ে। না, একটু ভুল হল। গেরুয়া শিবির ছেড়েছেন বটে,তবে রাজনৈতিক জগৎকে বিদায় জানাননি শ্রাবন্তী। সোমবারই তাঁকে দেখা গেল তৃণমূলের সভামঞ্চে। বললেন, “আমাকে আপন করে নিন।” কিন্তু আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দেওয়ার কোনো ঘোষনাই করেননি শ্রাবন্তী।

কিন্তু ঘোষনা করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র (madan mitra), পার্টির ঘোষনা। এ পার্টি নাচগানের পার্টি। জানিয়ে দিলেন, শ্রাবন্তী যদি তৃণমূলে যোগ দেন তবে ফের গঙ্গাবক্ষে পার্টি হবে। বিধানসভা নির্বাচনের মাঝে দোলের সময় মদন মিত্রের সঙ্গে শ্রাবন্তী, তনুশ্রী, পায়েলের জমজমাট হোলি পার্টির কথা কেই বা ভুলতে পেরেছেন। কম বিতর্ক হয়নি সেই পার্টিকে ঘিরে।


এবার ফের মদন মিত্র জানালেন, শ্রাবন্তী তৃণমূলে এলে গঙ্গাবক্ষে ফের পার্টি হবে। আর তার নাম হবে ‘ও লাভলি’! এদিন অভিনেত্রীর ডাক নাম ‘গিন্টু’ বলে ডেকে তিনি বলেন, শ্রাবন্তী খুব ভার্সেটাইল। বিজেপি ওকে অনেক কিছু বলেছে। কিন্তু তা সত্ত্বেও শ্রাবন্তী কোনো খারাপ কথা বলেননি। এটাই ওর রুচি ও শিক্ষার পরিচয়।

তবে মদন মিত্র এটাও বলেন যে শ্রাবন্তী তৃণমূলে আসবেন কিনা বা আসলেও দল তাঁকে গ্রহণ করবে কিনা সে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের সিদ্ধান্ত। তিনি শুধু পার্টির ব‍্যবস্থাটা করতে পারেন। উল্লেখ‍্য, এর আগে শ্রাবন্তী, পায়েল, তনুশ্রীদের মতো অভিনেত্রীকে প্রার্থী করা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন বিজেপি সাংসদ তথাগত রায়।

নির্বাচনের আগে হোলি উপলক্ষে গঙ্গাবক্ষের উপরে বিতর্কিত অনুষ্ঠানে মদন মিত্রর সঙ্গে তিন অভিনেত্রীর রঙ খেলা ও নাচ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন তথাগত। এমনকি ‘নগরের নটী’ বলেও কটাক্ষ শানাতে ছাড়েননি তিনি। সেই তিন অভিনেত্রীর মধ‍্যে পায়েল সরকার ছাড়া বাকি দুজনই বিজেপি ছেড়ে এসেছেন। পায়েলও নির্বাচনের পর থেকেই দূরত্ব বাড়িয়ে নিয়েছেন। এবার দেখার অপেক্ষা শেষমেষ পার্টিটা হয় কিনা।

X