পাল্টিবাজ, গিরগিটি! দলেরই সাংসদ সৌগত রায়কে তীব্র আক্রমণ মদনের, হঠাৎ কী হল?

বাংলা হান্ট ডেস্ক: বর্ষীয়ান তৃণমূল নেতা তথা সাংসদকে বেনজির আক্রমণ করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। বুধবার সন্ধেয় খোলা মঞ্চে দাঁড়িয়ে কামারহাটি পুরসভার সমালোচনা করেছিলেন সৌগত রায় (Sougata Roy)। পুর চেয়ারম্যানকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন, ‘গোপাল সাহা, কামারহাটি পৌরসভার (Kamarhati Municipality) কাজ ভালো হচ্ছে না। অনেক অভিযোগ পাচ্ছি।’

শুধু এটুকুই বলেছিলেন সৌগত। আর এবার বৃহস্পতিবার ভর সন্ধেয় সৌগত রায়কে তীব্র ভাষায় আক্রমণ করলেন মদন। তিনি বলেন, ‘সৌগত রায়কে ওই কামারহাটির কর্মীরাই তিনবার জিতিয়েছেন। তাঁদের মধ্যে গোপালও (Gopal Saha) ছিলেন। আজ গোপাল হয়ে গেল ভূত, আর উনি হয়ে গেলেন রাজা। উনি তো সাংসদ। এমন যদি হয় যে কিছুদিন ওই সাংসদ পদ পাশে সরিয়ে রেখে পুরসভার চেয়ারম্যান করে দেওয়া যায়, দেখব উনি কেমন পুরসভা চালান।’

   

১৯৭৭ সালের লোকসভা ভোটে ব্যারাকপুর (Barrackpur) লোকসভা কেন্দ্র থেকে জিতেছিলেন সৌগত রায়। এই নিয়ে তীব্র আক্রমণ করে মদন বলেন, ‘সেই বার সৌগত রায় ভোটে এমন রিগিং করেছিলেন যে স্থানীয় এসডিপিও-কে বদলি করে দিতে হয়েছিল। তাঁর সেই অপকর্মের জন্যই ‘৭৭ সাল থেকে ওখানে কংগ্রেস জিততে পারেনি। শেষমেষ বাঘের মতো লড়াই করে অর্জুন (Arjun Singh) তৃণমূলকে জিতিয়েছে।’

sougata roy

উল্লেখ্য, কংগ্রেস (Congress) ছেড়ে তৃণমূলে (TMC) এসেছেন সৌগত। এই নিয়ে কামারহাটির বিধায়ক বলেন, ‘সৌগত রায়ের একটা গুণ রয়েছে, উনি হলেন পিসি সরকারের মতো জাদুকর। কখন পাল্টি খেতে হবে, কখন গিরগিটির মতো রং বদলাতে হবে, তা উনি ভালো করেই জানেন। কে বলতে পারে এখন হয়তো তাঁর মনে অন্য কিছু ঘুরপাক খাচ্ছে।’

উল্লেখ্য, মদন মিত্রের এহেন মন্তব্যের জেরে তীব্র অস্বস্তিতে তৃণমূল। বর্ষীয়ান নেতা তথা সাংসদকে ‘গিরগিটি’, ‘জাদুকর’ বলে তীব্র ভাষায় আক্রমণ করলেন মদন।

Avatar
Monojit

সম্পর্কিত খবর