ও লাভলি! শ্রাবন্তীর ছবির মিউজিক লঞ্চ অনুষ্ঠানে সেজেগুজে হাজির মদন মিত্র, ছবি তুললেন নায়িকার সঙ্গে

Published On:

বাংলাহান্ট ডেস্ক: শ্রাবন্তী চট্টোপাধ‍্যায়ের (Srabanti Chatterjee) আসন্ন ছবি ‘ভয় পেয়ো না’র প্রচারে প্রথম থেকেই সঙ্গে রয়েছেন বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। সুপারহিট হবে শ্রাবন্তীর ছবি, আগেভাগেই বলে দিয়েছেন তিনি। এবার ছবির গান লঞ্চের অনুষ্ঠানেও দেখা মিলল কামারহাটির বিধায়কের।

সাদা লং গাউনে এদিন পরীর মতো সেজেছিলেন শ্রাবন্তী। পাশে ঘিয়ে লাল শেরওয়ানি আর চোখে কালো সানগ্লাস পরে মদন মিত্র। হাসিমুখে দুজনেই লেন্সবন্দি হয়েছেন একসঙ্গে। ছবির কলাকুশলীদের সঙ্গে গান লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুপম রায়ও। ডাব্বুর সুরে গান গেয়েছেন তিনি ছবিতে। এছাড়াও রাজ বর্মণ এব‌ং অন্তরা মিত্রের কণ্ঠেও গান রয়েছে ছবিতে।


শ্রাবন্তী এর আগে জানিয়েছিলেন, মদন মিত্র তাঁর বাবার বন্ধু। পরিবারেরই সদস‍্যের মতো। শ্রাবন্তীকে মেয়ের মতো ভালবাসেন বিধায়ক। অভিনেত্রীর কথায়, “ওঁর মতো মানুষ আমার ছবির প্রচারে এলে আমার ছবির সম্মান বাড়ে।”

ইতিমধ‍্যেই প্রকাশ‍্যে এসেছে ছবির প্রথম পোস্টার। স্বামী ওম সাহানির গলা জড়িয়ে দাঁড়িয়ে শ্রাবন্তী। সুন্দর একটা রোম‍্যান্টিক ছবি হতে পারত। কিন্তু দুজনের মুখে হাসির বদলে ভয়ের ছাপ স্পষ্ট। উপরন্তু শ্রাবন্তীর মুখে রয়েছে রক্তের ছিঁটে! পেছন থেকে আবার কার যেন হাত জড়িয়ে রেখেছে অভিনেত্রীকে। সে হাত দেখলে বুক ধড়ফড় করে উঠবেই!

https://www.instagram.com/p/CdYYAojvV5k/?igshid=YmMyMTA2M2Y=

এর আগে একই ছবিতে অভিনয় করলেও ওম শ্রাবন্তীর একসঙ্গে জুটি বাঁধা এই প্রথম। ছবিতে শ্রাবন্তীর চরিত্রের নাম অনন‍্যা এবং ওম অভিনয় করবেন চিকিৎসক আকাশের চরিত্রে। তাঁরা স্বামী স্ত্রী। কিন্তু শাশুড়ির সঙ্গে একেবারেই বনিবনা নেই তমসার, বরং সম্পর্ক খুবই খারাপ বলা চলে।

শেষে ভয় দেখিয়ে শ্বশুরবাড়ি থেকে তমসাকে তাড়ানোর চেষ্টাও করা হয়। এই ঘটনা থেকেই শুরু আরো এক রহস‍্যের। ওম শ্রাবন্তী ছাড়াও ছবিতে একটি আইটেম গানে নাচতে দেখা যাবে দর্শনা বণিককেও। আগামী ২৭ মে মুক্তি পেতে চলেছে ভয় পেয়ো না।

X