বাংলা হান্ট ডেস্কঃ গলা দিয়ে ‘কাকের মতন’ আওয়াজ বেরোচ্ছিল তাঁর। ভোকাল কর্ডে অপারেশনের পর আপাতত বাড়ির পথে মদন মিত্র। গতকাল সকাল এগারোটা নাগাদ অপারেশনের পর আজ ছুটি মিললেও অবশ্য মেলেনি ‘যা খুশি করার স্বাধীনতা’। চিকিৎসকদের কড়া নজরেই আপাতত থাকতে হবে তাঁকে। একই সঙ্গে ১০ দিনের জন্য বন্ধ কথা বলা। এদিন হাসপাতাল থেকে বেরোনোর সময় নিজেই একথা জানালেন তৃণমূলের কালারফুল বয়।
শুক্রবার দুপুর নাগাদ হাসপাতাল থেকে ছুটি পান মদন মিত্র। এসএসকেএমের বাইরে অনুরাগীদের ভীড় থাকা সত্ত্বেও মুখে ব্যান্ডেজ থাকায় কোনও কথাই বলতে পারেননি কামারহাটির বিধায়ক। কিন্তু কাগজে লিখেই অনুরাগীদের জন্য বিশেষ বার্তা দিয়েছেন তিনি।
একটি চিরকূটে তিনি লিখ দেন, ‘এতদিন আমি বলতাম, এখন অন্যরা বলবে আমি শুনব।’ এই রঙিন রাজনৈতিক ব্যক্তিত্বকে বিপুল সংখ্যক বাঙালির হার্টথ্রব বললেও খুব একটা ভুল হয় না। অগণিত ফ্যান ফলোয়িং তাঁর। তাঁর ‘ওহ লাভলি’ কিংবা গুনগুনিয়ে ওঠা দুকলি গানে মজে আট থেকে আশি সকলেই। এহেন মদন মিত্র ১০ দিন কথা বলবেন না তা যেন কিছুতেই মেনে নিতে পারছেন না অনুগামীরা।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে গলার সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালে আসেন মদন মিত্র। বুধবার পরীক্ষা নিরীক্ষার পর বৃহস্পতিবার তাঁর ভোকাল কর্ড অপারেশন হবে বলে জানান চিকিৎসকরা। শারীরিকভাবে সুস্থ থাকায় এক দিনের মধ্যেই ছেড়ে দেওয়া হয় তাঁকে। আপাতত বাড়িতেই বিশ্রামে থাকতে হবে মদন মিত্রকে। খাওয়া দাওয়াও চলবে বিশেষ উপায়েই। তবে তাঁর এই সাময়িক নীরবতায় যে ব্যথিত অনুরাগী কূলের হৃদয় তা বলাই বাহুল্য।