‘বুকে জড়িয়ে ধরতে আপত্তি নেই’, অর্জুনের দলবদল প্রসঙ্গে মুখ খুললেন মদন মিত্র

বাংলা হান্ট ডেস্কঃ আর কিছু সময়ের মধ্যেই সম্ভবত তৃণমূলের পথে পা বাড়াতে চলেছেন অর্জুন সিং। কোনো বড়সড় অঘটন না ঘটলে বিজেপি ছেড়ে শাসক দলে পুনরায় একবার প্রত্যাবর্তন করতে চলেছেন অর্জুন। এদিন সকাল থেকেই এ ব্যাপারে জল্পনা রটতে শুরু করে এবং এরপরেই কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তিনি। এরপরেই বিকেল ঠিক সাড়ে চারটের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে পৌঁছে যান ব্যারাকপুরের বিজেপি সাংসদ। আর এবার এই ঘটনা নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন তৃণমূল নেতা মদন মিত্র।

এদিন সকালে অর্জুন সিং বলেন, “তৃণমূল কংগ্রেসে আমি প্রথম থেকে ছিলাম। দলে কারোর বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই। দলে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা। নেত্রীর সিদ্ধান্তই দলের শেষ কথা। শেষের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। শুরু হবে তো শেষ হবে। একটু ধৈর্য ধরুন, সমস্ত ঘটনা জানতে পারবেন।”

এদিন অর্জুন সিংয়ের তৃণমূলে প্রত্যাবর্তনের জল্পনা মাঝেই মদন মিত্র বলেন, “অর্জুন যে মন্তব্য করেছে, তা কিন্তু ভুল নয়। প্রথম থেকেই ও তৃণমূল দলে ছিল। ও বলেছে যে, আমাদের নেত্রীর ওপর ওর বিশ্বাস রয়েছে, এটা ঠিক কথা। তৃণমূল দলের নেত্রীর সিদ্ধান্তই সমস্ত দলের সিদ্ধান্ত। কারণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের রক্ত দিয়েই আমাদের দল তৈরি। ভবিষ্যতে অর্জুন সিং যদি তৃণমূলে ফিরে আসতে চায় এবং আমাদের দল যদি তাকে মেনে নেয়, তাহলে আমার কোনো অসুবিধা নেই। আমি ওকে বুকেও জড়িয়ে ধরতে পারি।”

এছাড়াও কামারহাটির তৃণমূল বিধায়ক বলেন, “ভবিষ্যতে বাংলায় বিজেপি করার মত আর কোন মানুষ থাকবে না। এরপর শুভেন্দুর কী হবে, সেটা ভেবেই আমি আশ্চর্য হচ্ছি। রাজনীতিতে কোন পার্মানেন্ট শত্রুতা নেই। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের জন্য যে সিদ্ধান্ত নেবেন, তার পাশে আমি সবসময় আছি।”

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই পাট শিল্প নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে সুর চড়াতে দেখা যায় ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংকে। কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের পথে নামাই শুধু নয়, তৃণমূল দলের পাশে থাকার বার্তাও দেন তিনি। এরপরেই জল্পনা শুরু হয়ে যায় যে, পুনরায় হয়তো একবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে চলেছেন তিনি। আর এবার তা শুধু সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর