যেদিন চলে যাব, শুধু একটা জোড়া ফুলের পতাকা যেন আমার গায়ে জড়ানো থাকেঃ মদন মিত্র

বাংলাহান্ট ডেস্কঃ সরগরম হয়ে উঠেছে বঙ্গের রাজনীতি। সংবাদ শিরোনামে আবারও জায়গা করে নিচ্ছেন মদন মিত্র (madan mitra)। প্রাক্তন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে যেতেই প্রাধান্য পেতে শুরু করেছেন মদন মিত্র। পরিবহন দফতরের বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বও দেওয়া হয়েছে তাঁকে। নতুন করে গুরু দায়িত্ব কাঁধে পেতেই শুভেন্দু অধিকারীকে নানা ভাষায় কটাক্ষ করলেন মদন মিত্র।

আগরপাড়ায় তৃণমূলের সভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে কড়া ভাষায় আক্রমণ করলেন মদন মিত্র। সেইসঙ্গে একই মঞ্চে উপস্থিত থেকে নিজেদের মূল্যবান বক্তব্য রেখেছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং তৃণমূল সাংসদ সৌগত রায়ও। এদিনের মঞ্চে দাঁড়িয়ে সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করা শুভেন্দু অধিকারীকে একহাত নিলেন মদন মিত্র।

dd95c657 d635 46ad b80c 84bb7a83c394

এদিন মদন মিত্র হুঙ্কার দিয়ে বলেন,’ পরের জন্য যারা বাঁচে, তারা চিরকাল পরের জন্য লড়াই করবে। কিন্তু যারা নিজের জন্য বাঁচার চেষ্টা করে পালিয়ে যায়, তারা কিন্তু চিরকাল পলায়ন করে। কিন্তু মনে রাখবেন, যারা পলায়ন করল, তারা শুনতে পেল না রাতের অন্ধকারে একটা মিষ্টি আওয়াজ, পথিক তুমি কি পথ হারিয়েছে? এসো আমার সঙ্গে, আমি তোমাকে পথ দেখাব’।

তিনি আরও বলেন, ‘যদি এই মুহূর্তে মমতা ব্যানার্জী আর ভগবান আমার সামনে দাঁড়িয়ে বলে, এখনই বল যা চাইবে, তাই পাবে। কল্পতরু, যা চাইবে, তাই পাবে। তখন আমি একটাই কথা বলব- যেদিন চলে যাব, সেদিন একটা জোড়া ফুলের পতাকা যেন আমার গায়ে জড়ানো থাকে। ব্যাস আর কিছু চাই না’।

Smita Hari

সম্পর্কিত খবর