শুভেন্দুর পাল্টা মদন! বিরোধী দলনেতাকে জানুয়ারির ‘ডেডলাইন’ ধরিয়ে দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক

বাংলা হান্ট ডেস্কঃ ১২,১৪,২১! এই ছিল শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ডিসেম্বর ডেডলাইনের (December Deadline) ৩ দিন। প্রথম দুদিন শুভেন্দুর ভবিষ্যৎবাণী মাফিক আশানুরূপ কিছু না ঘটলেও রাজনৈতিক দল থেকে শুরু করে আম জনতা, সকলেরই নজর ছিল শেষ দিনটির ওপর। তবে ডিসেম্বর মাস জুড়ে বারংবার কড়া হুঁশিয়ারির পর আচমকা সুর বদল বিরোধী দলনেতার। যেখানে ডেডলাইনের এই শেষ দিনটির দিকে মুখিয়ে ছিল গোটা রাজনৈতিক মহল, সেখানে হঠাৎই নিজের ভবিষ্যৎবাণী তুলে নিয়ে শাসকদলের তীব্র কটাক্ষের শিকার হয়েছেন শিশির পূত্র।

অন্যদিকে, শুভেন্দুকে হুঁশিয়ারি দিয়ে এবার পাল্টা ডেডলাইন ধরিয়ে দিলেন তৃণমূলের (TMC) কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। প্রসঙ্গত, বুধবার, কাঁথির সভায় দাঁড়িয়ে ডিসেম্বর ‘ডেডলাইন’ নিয়ে সুরবদল করে বিরোধী দলনেতা বলেন, “আমি বলেছিলাম, যে তিনটি ইম্পর্ট্য়ান্ট ডে’র কথা, ডিসেম্বর মাসের কথা। আমি কখনওই বলিনি, সরকার আমরা বদলে দেব। আপনারা কী চান? এমএলএ ভেঙে সরকার বদলে যাক? না ভোটে জিতে সরকার আসুক? আমরা ভোটে জিতে বিজেপিকে ক্ষমতায় আনব। ভোটে জিতেই বিজেপি পশ্চিমবাংলায় আসবে, রাষ্ট্রবাদী সরকার হবে, ডবল ইঞ্জিন সরকার হবে। উত্তরপ্রদেশের মতো পশ্চিমবঙ্গেও বুলডোজার চলবে।”

আর এর পরই তাঁকে পাল্টা বিঁধে মদন মিত্র বলেন, “শুভেন্দু বুঝতে পারেনি, কখন ডেটলাইন বলতে গিয়ে নিজের ডেডলাইন ডিক্লেয়ার করে দিয়েছে। ওর অফলাইন হয়ে যাওয়ার সময় এসেছে। বোধহয় শুভেন্দু জানুয়ারিতেই চেঞ্জ হয়ে যাচ্ছে।”

madan mitra

হেভিওয়েট তৃণমূল নেতা মদন মিত্রের এই মন্তব্যের পরই শোরগোল পরে গেছে রাজনীতিতে। কোনো নির্দিষ্ট নির্ঘন্ট ঘোষণা না করলেও রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বিরোধী দলনেতাকে একটা গোটা মাস বেঁধে দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক। সবমিলিয়ে শুভেন্দু ডেডলাইনের শেষ হলেও, শাসক বিরোধী দ্বন্দে কিছুতেই শেষ হচ্ছে না ‘তারিখ রাজনীতি’। এবার মদনের কথা মত জানুয়ারিতে কী ঘটে, সেটাই দেখার জন্য উদগ্রীব সকলে।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর