বাংলাহান্ট ডেস্কঃ আশঙ্কাজনক অবস্থায় এখনও হাসপাতালে ভর্তি রয়েছন মদন মিত্র (madan mitra)। নারদ মামলায় জেল হেফাজত থেকে মুক্তি মিললেও, গৃহবন্দী থাকার নির্দেশ দেওয়া হয়েছে মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায় এবং ফিরহাদ হাকিমদের। কিন্তু মুক্তি পেলেও এখনও বাড়ি ফিরতে পারেননি ৩ জন, ঠিকানা এখন হাসপাতাল।
নারদ মামলায় রাজ্যের ৪ হেভিওয়েটকে গ্রেফতার করতেই তোলপাড় শুরু হয় গোটা বাংলা জুড়েই। চারিদিকে বিক্ষোভের মধ্যে সোজা নিজাম প্যালেসে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। সোমবারই তাঁরা জামিন পেলেও, হাইকোর্টের নির্দেশে তা স্থগিত হয়ে যায়। মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায় এবং ফিরহাদ হাকিমদের ঠিকানা হয় প্রেসিডেন্সি জেল।
জেলে যাওয়ার পর থেকেই মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবন্নতি হয়। নির্বাচনী মরশুমে পঞ্চম দফা ভোটের দিন অসুস্থ হয়ে পড়েন মদন মিত্র। তাঁর করোনা রিপোর্ট পজেটিভ আসে। তারপর চিকিৎসা শেষে সুস্থ হয়ে আবারও ফুল ফর্মে ফেরেন তিনি। কিন্তু জেলে যেতেই আবারও তাঁর অক্সিজেন লেভেল ওঠানামা করতে থাকে। মঙ্গলবার ভোররাতেই তাঁদের দুজনকে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়।
সেখানেই চিকিৎসা চলতে থাকে সিওপিডির সমস্যা থাকা শোভন চট্টোপাধ্যায়েরও। পরবর্তীতে জানা যায় তাঁর সিরোসিস অফ লিভারও রয়েছে। যার কারণে তাঁকে এখনও বেশকিছু হাসপাতালেই থাকতে হবে। অন্যদিকে হাইপার টেনশনের সমস্যা থাকায় সুব্রত মুখোপাধ্যায়ও রয়েছেন হাসপাতালে।
এরই মধ্যে খবর পাওয়া যায় শারীরিক অবস্থা আশঙ্কাজনক মদন মিত্রের। অক্সিজেন থেরাপি এবং সি-প্যাপ চললেও, হাসপাতাল সূত্রের খবর, কোভিড পরবর্তী ফুসফুসে গভীর ক্ষত তৈরি হয়েছে মদন মিত্রের, তাঁর অবস্থা আশঙ্কাজনক।