‘পরকীয়া আর রাজ্যপাল, দুটোই লেবুর চাটনি আর আমের আচারের মত’, বিতর্কিত মন্তব্য মদন মিত্রের

বাংলাহান্ট ডেস্কঃ রাজ্য এবং রাজ্যপাল সংঘাত নতুন কিছু নয়, বহুদিন ধরেই এই সংঘাত চলে আসছে। তবে একদিকে যখন এই সংঘাত চরমে পৌঁছেছে, ঠিক সেই সময় রাজ্যপাল জগদীপ ধনকড়কে (Jagdeep Dhankhar) নিয়ে এক বিতর্কিত মন্তব্য করে বসলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)।

বৃহস্পতিবার বিকেলে হাওড়ার বালিতে একটি ফুচকা উৎসবে যোগ দিয়েছিলেন মদন মিত্র। একদিকে যেমন করোনা আবহে আয়োজিত এই অনুষ্ঠান নিয়ে নানা বিতর্ক দানা বেঁধেছে, তেমনই অন্যদিকে রাজ্যপাল সম্পর্কে বেফাঁস মন্তব্য করে আবারও সংবাদ শিরোনামে উঠে এলেন মদন মিত্র।

bbvvb

পরকীয়া ও রাজ্যপালের মধ্যে যোগসূত্র খুঁজে বের করে তিনি বলেন, ‘মায়েরা, বয়স্করা বলেন এই ব্যাপারটা বেশি বলোনা। যেমন পরকীয়া নিয়েও বেশি কিছু বলতে নেই। এখন পরকীয়া আর রাজ্যপাল, দুটোই লেবুর চাটনি আর আমের আচারের মত বিষয় হয়ে গিয়েছে। তবে বাংলায় রাজ্যপালের সঙ্গে মানানসই একজন মহিলা আছেন, যাকে রাজ্যপালের সঙ্গে বেশ ভালো মানাতো। তবে আমি সেবিষয়ে কিছু বলতে চাইনা। রাজ্যপালের মুখটা দেখলেই আমরা ডিপ্রেশন হয়’।

কথা প্রসঙ্গে রাজ্যপালকে দেখলে নিজের ছোটবেলার এক কবিতার কথা মনে পড়ে যায় বলে জানালেন মদন মিত্র। রাজ্যপালকে কটাক্ষ করে তিনি বলেন, ‘জল পড়ে, পাতা নড়ে, পাগলা হাতি মাথা নাড়ে। দেখবেন, রাজ্যপাল কেমন যেন পাগলা হাতির মতন মাথা নাড়েন। এটা আমার খুবই ভালো লাগে’।

এরপরই রাজ্যপালকে আক্রমণ করে বলেন, ‘আমি মনে করি এখনই এই ধরণের পদ তুলে ছুঁড়ে ফেলে দেওয়া উচিৎ। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ফুর্তি মারছ, লুঠ করছ, সারাদিন ধরে নিজের গেস্টদেরকে নিয়ে মিথ্যে কথা বলছ, ট্যুইট করছ। আর অন্যদিকে আমফানে, ইয়াসে ক্ষতিগ্রস্থ লোকগুলো না খেয়ে পেয়ে মারা যাচ্ছেন। লজ্জা করে না!’

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর