‘আমার বাড়িতে বসে ম্যাচ দেখেছে CBI, কোহলি ক্যাচ ধরতেই লাফিয়ে ওঠেন ওরা’, বিস্ফোরক মদন মিত্র

বাংলা হান্ট ডেস্কঃ গত বছর থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় লাগাতার তদন্ত চলছে। এরই মধ্যে এখন পুর নিয়োগ দুর্নীতি নিয়ে ফুল অ্যাকশনে ইডি-সিবিআই (ED-CBI)। লাগাতার চলছে তল্লাশি অভিযান। সম্প্রতি পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার খাদ্যমন্ত্রী রথীন ঘোষের (Rathin Ghosh) বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate)। দিনভর টানা তল্লাশি চলার পর রাত দেড়টার সময় ইডির আধিকারিকরা রথীনবাবুর বাড়ি থেকে বেরিয়ে যান। ২০ ঘন্টা পর অবশেষে তল্লাশি শেষ হয় ইডির।

গোটা রাজ্যজুড়ে ওই একই দিনে ১২টি জায়গায় তল্লাশি চালায় ইডি। ইডি সূত্রে খবর বিভিন্ন পুরসভার চেয়ারপার্সন ও পুরসভার আধিকারিকদের বাড়িতেও চিরুনি তল্লাশি চলে। এরপর দুদিন যেতে না যেতেই ময়দানে সিবিআই।

   

রবিবাসরীয় সকালে রাজ্যের পুর মন্ত্রী তথা কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম ও প্রাক্তন মন্ত্রী তথা কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর (Madan Mitra) বাড়িতেও তল্লাশি চালায় সিবিআই। বিকেলে তল্লাশি শেষে মদনের বাড়ি থেকে বেরিয়ে যান সিবিআই অফিসারেরা। এরপর মদন রাজভবনের সামনে অভিষেকের নেতৃত্বে তৃণমূলের ধর্না মঞ্চে আসেন।

সেখানে গিয়ে রীতিমতো বিস্ফোরণ ঘটান এমএম। বক্তৃতায় তিনি বলেন, সিবিআই অফিসাররা তার বাড়িতে বসে গতকাল চুটিয়ে ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট ম্যাচ দেখেছেন। কোহলি ক্যাচ ধরতেই নাকি উৎসাহে লাফিয়ে ওঠেন সিবিআই কর্তারা।

আরও পড়ুন:  কালো মেঘে ঢাকবে আকাশ! একটু পরেই ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু এই সব জেলায়

পরে এই নিয়েই মুখ খোলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি বলেন, কদিন আগে খাদ্য মন্ত্রী রথীন ঘোষের বাড়িতেও এই মামলায় তল্লাশি চালিয়েছে ইডি। ভোর ৬টায় ওনার বাড়িতে ঢুকেছে আর বেরিয়েছে রাত ১টায়। অভিষেক বলেন, “আমি রথীন দাকে জিজ্ঞেস করেছিলাম, এতক্ষণ আপনার বাড়িতে কী করল? রথীন দা জানিয়েছেন, ইডির লোকজন তার খাটে উঠে নাকি ঘুমিয়েছেন”।

ed abhishek

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের বহু নেতা, বিধায়ক এখন জেলে। ইডি -সিবিআই এর নজরে শাসকদলের আরও বহু নেতা-মন্ত্রী। যদিও এই আবহেও কেন্দ্রীয় এজেন্সি নিয়ে লাইট মেজাজেই দেখা গেল কয়েক নেতাকে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর