‘ওহ লাভলি!’, বিজেপি ত্যাগ করতেই শ্রাবন্তীর উদ্দেশ্যে ইঙ্গিতপূর্ণ পোস্ট মদন মিত্রের

বাংলাহান্ট ডেস্কঃ একুশের বিধানসভা নির্বাচনের পূর্বে এসেছিলেন বিজেপির (bjp) বাংলা জয়ের কান্ডারি হতে, দাঁড়িয়েছিলেন বেহালা পশ্চিম কেন্দ্রের প্রার্থী হয়তেও। কিন্তু নির্বাচনে তাঁর এবং দলের পরাজয়ের পর তৈরি হয় দূরত্ব এবং অবশেষে বিজেপি ত্যাগ করলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ‍্যায় (srabanti chatterjee)।

রাজনীতি থেকে শতহস্ত দূরে থাকলেও, গত বিধানসভা নির্বাচনের পূর্বে স্রোতে গা ভাসিয়ে তিনিও নাম লিখিয়েছিলেন গেরুয়া শিবিরে। কিন্তু নাম লেখালেও, জয়ের স্বাদ নিতে পারেননি। তারপর দলের সঙ্গে দূরত্ব তৈরি এবং অবশেষে বৃহস্পতিবার বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে ত্যাগ করলেন বিজেপির সঙ্গ।

দল ছাড়ার আগে শ্রাবন্তী ট্যুইটে লিখেছিলেন, ‘বিজেপির সঙ্গে সব বন্ধন ছিন্ন করলাম, যে পার্টির জন‍্য আমি গত বিধানসভা নির্বাচনে লড়েছিলাম। নেপথ‍্যে কারণ হল, বাংলার জন‍্য তাদের কিছু করার আগ্রহ বা তাগিদ না থাকা’।

আর শ্রাবন্তী চট্টোপাধ‍্যায় বিজেপি ছাড়তেই, এক ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন বাংলার ক্রাশ তথা তৃণমূলের কামারহাটি বিধায়ক মদন মিত্র (madan mitra)। ট্যুইটারে শ্রাবন্তীকে ট্যাগ করে মদন মিত্র লিখলেন ‘ওহ লাভলি!’ আর এরপর থেকেই রাজনৈতিক মহলে শ্রাবন্তীর তৃণমূলে যাওয়ার গুঞ্জন শুরু হয়ে গিয়েছে।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিভিন্ন মঞ্চে বিভিন্ন সময়ে শ্রাবন্তীকে দেখা গেলেও, একুশের বিধানসভা নির্বাচনের পূর্বে গিয়ে নাম লেখায় বিজেপি শিবিরে। শুধু শ্রাবন্তী একাই নয়, সেইসঙ্গে বিজেপির খাতায় নাম লেখাতে দেখা গিয়েছিল তনুশ্রী চক্রবর্তী, পায়েল সরকারকেও। কিন্তু নির্বাচনে প্রার্থী হলেও, কেউই দলের জন্য জয় এনে দিতে পারেনি তাঁরা।

আবার নির্বাচনের পূর্বে তৃণমূল নেতা মদন মিত্রের সঙ্গে একই অনুষ্ঠানে শ্রাবন্তীকেও দেখতে পাওয়ায়, একটা বিতর্কের সূত্রপাতও হয়েছিল।

Smita Hari

সম্পর্কিত খবর