পাকিস্তানের কাছে ভারতের হার নিয়ে বিজেপিকে তুমুল কটাক্ষ মদন মিত্রের

বাংলাহান্ট ডেস্কঃ রবিবার ছিল টানটান উত্তেজনাপূর্ণ T20 World Cup ম্যাচ। যেখানে মুখোমুখী হয়েছিল ভারত (india) পাকিস্তান (pakistan)। সেদিন দুবাইয়ে চলতে থাকা T20 World Cup-এ বিনা উইকেটে ভারতকে পরাজিত করে জয় ছিনিয়ে নেয় পাকিস্তান।

প্রথমে ব্যাটিং করে ৭ উইকেটে ১৫১ রান করে ভারত। কিন্তু নির্ধারিত ওভারের মধ্যে বিনা উইকেটেই এই রান তুলে নেয় পাকিস্তান। যার ফলে পূর্বে ১২ বার ভারতের কাছে পরাজিত হওয়ার রেকর্ড ভেঙে যায় ১৩ তেই। জয়ের স্বাদ আস্বাদন করতে পারে পাকিস্তান। আর এই ঘটনার পর থেকেই দেশ জুড়ে নানা দেশবিরোধী ঘটনা সামনে আসতে থাকে।

madan mitra

তবে এবার এই ঘটনা নিয়ে বিজেপিকে আক্রমণ করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (madan mitra)। বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, ‘ভীষণই দুর্ভাগ্যের বিষয়। আসলে ত্রিপুরা, গোয়ার থেকে পশ্চিমবঙ্গ অনেক বড় রাজ্য, ওরা সেটা ভুলে গেছে। আর যতদিন যাচ্ছে, ওরা এটা আরও ভুলে যাচ্ছে যে, যারা একটা পাকিস্তানকে ক্রিকেট খেলায় হারানোর মত মানসিকতা প্রেয়ারদের দিতে পারে না, তাঁরা লড়বে কি করে? পরিস্থিতি দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে। তবে আমরা জিতছি, আমরা আসছি’।

প্রসঙ্গত, বিশ্বকাপে ভারতকে হারানোর আনন্দে পাকিস্তানের জয় উদযাপন করায় SKIMS মেডিক্যাল কলেজ এবং সরকারি মেডিকেল কলেজের (GMC) ছাত্রদের বিরুদ্ধে UAPA এবং IPC ধারায় মামলা দায়ের করে শ্রীনগর পুলিশ।

আবার, পাকিস্তানের জয়ে রাজা বলওয়ান্ত সিং ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল ক্যাম্পাসে পাঠরত ৩ ছাত্র হোয়াটসঅ্যাপে পাকিস্তানের জয়ের বিষয়ে আনন্দ প্রকাশ করার অভিযোগে তাঁদের সাসপেন্ড করল কলেজ কর্তৃপক্ষ।


Avatar
Smita Hari

সম্পর্কিত খবর