অপেক্ষার অবসান, দ্বিতীয়বার ছাদনাতলায় মদন মিত্র! দেখুন LIVE

Published On:

বাংলাহান্ট ডেস্ক : অবশেষে অপেক্ষার অবসান। ছাতনা তলার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে বরের গাড়ি। হ্যাঁ ঠিকই ধরেছেন, বাংলার ‘ওহ লাভলি’ বয় মদন মিত্রের কথাই বলা হচ্ছে৷

কথা মতই বিয়ে করতে বেরিয়ে পড়েছেন তিনি। তবে বরবেশে এখনই হাজির হয়নি মদন। এই মুহুর্তে তাঁর পরণে রয়েছে হাল্কা পিচ করা পাঞ্জাবি এবং কালো রঙা জহর কোট। কালিঘাটের কেয়া শেঠ এক্সক্লুসিভ থেকেই এহেন সাজে বেরিয়েই বিয়ের মন্ডপে পৌঁছেছেন তিনি। তবে আজ রাজনীতি নিয়ে মুখ খুলবেন না বলেই জানিয়েছেন কামারহাটির বিধায়ক।

প্রসঙ্গত গতকাল রাতেই মদন মিত্র ঘোষণা করেন যে দ্বিতীয় বারের জন্য বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। সেই মতন বর-কনে দুজনের জন্যই কেনাকাটা সারেন তিনি। আজ বিকেল ৪টেয় বসার কথা ছিল বিয়ের আসর।

বিস্তারিত আসছে…

সম্পর্কিত খবর

X