উৎপল দত্তকে লিখলেন ‘উৎপল দণ্ড’! অভিনেতার জন্মদিনে মদন মিত্রের পোস্টে চূড়ান্ত বিতর্ক

বাংলা হান্ট ডেস্ক : ভাগ্যিস আজ বেঁচে নেই তিনি। যদি থাকতেন তাহলে মাথা চুলকে নিশ্চিত ভাবতেন, এ কোন ‘হীরক রাজার দেশ’, যেখানে তাঁর মতো অসাধারণ ব্যক্তিত্বকেও বিনা পাপে গুরু ‘দণ্ড’ দেওয়া হয়? তিনি তো কোনও ‘আগন্তুক’ নন! তিনি এই বাংলার কিংবদন্তী নাট্য ব্যক্তিত্ব উৎপল দত্ত (Utpal Dutta)। নাট্যাভিনয় এবং নাট্যচর্চার মাধ্যমে বাংলা সাহিত্যকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছেন। আর তাঁরই কিনা নামের বানান ভুল!

কে এমন কাণ্ড ঘটালেন? গতকাল ছিল উৎপল দত্তের জন্মদিবস। জানা যাচ্ছে, জনপ্রিয় তৃণমূল নেতা, তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra) তাঁর ফেসবুক প্রোফাইল থেকে একটি ছবি শেয়ার করেন। এই ছবিতে দেখা যাচ্ছে উৎপল দত্তের বিভিন্ন চরিত্রে অভিনয় করার একাধিক ছবি। ছবিতে লেখা রয়েছে ‘প্রথিতযশা নাট্যকার ও অভিনেতা উৎেল দত্তের জন্মদিবসে আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।’

এখানেই গন্ডগোলটা বাঁধান মদন মিত্র। ছবিতে উৎপল দত্তের নামের বানান লেখ হয় ‘উৎপল দণ্ড’। ব্যাস! আর যায় কোথায়। মুহুর্তেই ভাইরাল ছবি। নেট দুনিয়ায় ওঠে হাসির রোল। কেউ কেউ আবার সমালোচনা করে বলেন উৎপল দত্তের মতো মানুষকে শ্রদ্ধা জানানোর আগে একটু সচেতন হওয়া উচিত ছিল তৃণমূল নেতার।

madan mitra

তবে বলাই বাহুল্য, সাধারণত বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব বা সেলিব্রিটিদের সোশ্যাল মিডিয়া সামলানোর জন্য আলাদা লোক থাকে। এটিও হয়ত তাঁদের কারোরই ভুল। কিন্তু পোস্টটি যেহেতু শেয়ার হয়েছে মদন মিত্রের অ্যাকাউন্ট থেকে তাই বিতর্কের তিরও ছুটে আসছে তাঁকে লক্ষ্য করেই। এছাড়াও ওই ছবিটির নিচের ডান দিকের কোনে রয়েছে খোদ বিধায়কের ছবিও। তাই মানুষের চোখে এই ভুল ধরা পরছে অনেক বেশি করে।

তবে মজার বিষয় হল। ওই পোস্টের নিচে অনেকে গদগদ ভাবে কমেন্ট করলেও ভুল ধরিয়ে দেওয়ার মতো মানুষের সংখ্যা বড়ই কম। ভুল ধরিয়ে দেওয়া মধ্যে একজন লিখেছেন, ‘কাকা, উৎপলবাবুর নতুন নাম দিলেন নাকি?’। অপর এক ব্যক্তি আবার নিজেই বানানকে বিকৃত করে লেখেন, ‘বাণান ভূলে অসুবিধা ণাই।’ রাজু মল্লিক নামে একজন লেখেন, ‘কে লিখেছিস ভাই? দ্বন্দ্ব লিখতে পারতিস তো!’ একজন আবার আর এক ধাপ এগিয়ে গিয়ে বলে বসেন, ‘এটা সিভিক টিচারের ছাত্রর পোস্ট।’


Sudipto

সম্পর্কিত খবর