বাংলা হান্ট ডেস্কঃ ‘বহু তাল এখনো গাছে রয়েছে, পিঠে পড়বে’, সৌগত রায়ের (Sougata Roy) পর এবার বিজেপির উদ্দেশ্যে বেফাঁস মন্তব্য করে বসলেন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) বিধায়ক মদন মিত্র (Madan Mitra০। বিজেপি নেতাদের পিঠের তাল পড়ার পাশাপাশি এদিন দিলীপ ঘোষকে (Dilip Ghosh) ‘পাগল’ বলেও কটাক্ষ করেন তৃণমূল নেতা।
উল্লেখ্য, একের পর এক বিতর্কিত মন্তব্য এবং অন্যান্য কর্মকাণ্ডের জন্য সর্বদাই খবরের শিরোনামে থাকেন মদন মিত্র। অতীতেও একাধিকবার বিরোধীদের উদ্দেশ্য করে বেফাঁস মন্তব্য করতে দেখা গিয়েছে তৃণমূল বিধায়ককে আর এবার সৌগত রায়ের সুরে সুর মিলিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন মদন।
গত শুক্রবার দমদমে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিরোধীদের উদ্দেশ্যে আক্রমণ শানান তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা সৌগত রায়। তিনি বলেন, “তৃণমূলের মধ্যে এক দুইজন মানুষ খারাপ কাজ করে থাকতে পারে। তবে তৃণমূলের সবাই চোর বলাটা উচিত নয়। মমতা দুর্নীতির রানি, এসব কথাবার্তা বললে তৃণমূলের ছেলেরা রেগে যেতে পারে আর তখন ওদের মাথা ঠিক না থাকলে কি করবে, তা আমি বলতে পারব না। সে ক্ষেত্রে যদি পিঠে তাল পড়ে, তাহলে কখনোই দুঃখ করবেন না।”
সৌগত রায়ের এহেন মন্তব্যের পর স্বাভাবিকভাবেই উত্তপ্ত হয়ে ওঠে রাজনৈতিক পরিস্থিতি। এদিন সৌগতর সুরে সুর মিলিয়ে মদন মিত্র বলেন, “সবে জন্মাষ্টমী গিয়েছে। এখনো কিন্তু গাছের মধ্যে বহু তাল রয়ে গিয়েছে আর সেগুলি পেকেছে। ফলে দিলীপ ঘোষের উল্টোপাল্টা কথার সঙ্গে যদি একটু ঝড় হয়, তবে সেই তালগুলি বিজেপির পিঠে পড়বে। সেটা তিল তাল না এক তাল, তাল না বেতাল, সেটা কিন্তু জানিনা। আমরা না মারলেও তাল কিন্তু পড়বে।”
এরপরেই দিলীপ ঘোষকে কটাক্ষ করে তিনি বলেন, “বিজেপিতে একটা পাগল রয়েছে, দিলীপ ঘোষ। ওনার মতে, পঞ্চায়েত ভোটের আগে নাকি আমাদের সরকার উঠে যাবে। আমরা কিন্তু মারার কথা একবারও বলছি না। কিন্তু তাল পড়তেই পারে।”