‘আমরা রক্তবীজের বংশধর। এক ফোঁটা রক্তে ১০ লাখ TMC কর্মী তৈরি হয়’, বীরভূমের দায়িত্ব নিতে চান মদন

বাংলা হান্ট ডেস্ক : গরু পাচার মামলায় (Cow Smuggling Case) গ্রেফতার অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) এই মুহুর্তে দিল্লিতে ইডির (ED) হেফাজতে। পদমর্যাদায় তিনি এখনও তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। কিন্তু কীভাবে তিনি দিল্লিতে বসে বীরভূমে দল চালাবেন তা নিয়ে চিন্তায় রয়েছে তৃণমূল নেতৃত্ব। এরই মধ্যে বীরভূমের দলের হাল ধরার ইচ্ছার কথা জানালেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনিও বিগত দিনে জেলে ছিলেন। এবার সেই মদনই বীরভূমে কেষ্টর দায়িত্ব নিতে চান বলে দাবি করলেন।

এদিন মদন মিত্র  জানান, পঞ্চায়েত অনুব্রত মদন মিত্র, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস কাউকে দেখে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছেন এবং পঞ্চায়েতের এক একটা প্রকল্প বিশ্বে বন্দিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এতটাই দক্ষ যে হোলির দিনেও কোনও ঘটনা নেই।

তিনি বলেন, ‘একটা অনুব্রতকে নিয়ে গেলে হাজার হাজার অনুব্রত, আমরা সবাই রয়েছি। কারণ খেলা হবে অনুব্রতর চষা ময়দানে নয়, খেলা হবে নেতাইতে, খেলা হবে নন্দীগ্রামে। খেলা হবে বীরভূমে। সেই লাঙল চষা চাষির নাম মমতা বন্দ্যোপাধ্য়ায়। বিজেপি যত পারেন আরও ধরুন। যত ধরবেন তত আমরা জিতব। যত মারবেন তত আমরা মজবুত হব। তৃণমূল ইজ ইউনাইটেড।’

madan mitra

 

এর সঙ্গে বাংলার কালারফুল বয় আরও বলেন ‘একটা অনুব্রত মণ্ডল গেছে। কিন্তু হাজারটা মদন মিত্র, দেবাংশু তৈরি রয়েছে।  আমাকে দিন না, আমি একমাস বীরভূমে থেকে ভোট করাতে রাজি আছি। অনুব্রতর হাতে তৈরি মাটি। সেই মাটি কিন্তু বদলায়নি। রাঙা মাটি যেমন শক্ত ছিল তেমনই আছে। সেটা ভোটের দিন বোঝা যাবে। আমি বীরভূমের দায়িত্ব নিতে রাজি। অনুব্রতর তৈরি একটি গড় তিহাড় বদলাতে পারবে না।’

মদন মিত্র বলেন অনুব্রত মণ্ডল জেলে আর আমি ফুলে এটার মধ্যে তারতম্য করে লাভ নেই। অনুব্রত যে নৌকায় আমরাও সেই নৌকায়। সেই নৌকো ফুটো হবে না। সাগরদিঘিতে দোষটা অভিষেকের হলে তার গুণটাও দেখতে হবে। অনুব্রতহীন বীরভূম এমনটা নয়। বিজেপিকে যদি ভেবে থাকে ফাঁকা করে দেব লিডারদের। তবে বলছি আমরা রক্তবীজের বংশধর।’


Sudipto

সম্পর্কিত খবর