‘তৃণমূলে থেকে বিজেপির দালালি করলে দেওয়া হবে ডোজ’, বেফাঁস মন্তব্য করে বিতর্কে মদন

বাংলা হান্ট ডেস্কঃ ‘দলের ভিতরে থেকে যদি কেউ বিজেপির দালালি করার চেষ্টা করে, তাহলে তাকে ডোজ দেওয়া হবে’, চরম হুঁশিয়ারি তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) বিধায়ক মদন মিত্রের (Madan Mitra)। কামারহাটির বিধায়কের বক্তব্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে চলেছে। যদিও অপরদিকে তাঁর এই মন্তব্যকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ পদ্মফুল শিবির।

অতীতেও একাধিক সময় বিরোধীদের চরম কটাক্ষ করতে দেখা গিয়েছে মদন মিত্রকে। তবে এদিন বিরোধীদের পাশাপাশি নিজের দলীয় কর্মীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বসলেন মদন। পাশাপাশি ‘ডোজ’ দেওয়ার ব্যাপারেও মন্তব্য প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, বর্তমানে বেলঘরিয়া টেক্সমেকো কারখানার কর্মী সংগঠনে ক্ষমতা বৃদ্ধি করতে শুরু করেছে বিজেপি। অভিযোগ, তাদের এই ক্ষমতা বৃদ্ধির পেছনে তৃণমূল কংগ্রেস কর্মীদের একটি অংশের পরোক্ষ ভূমিকা রয়েছে আর এই ইস্যু সামনে আসতেই এদিন ঘটনাস্থলে পৌঁছে যান মদন মিত্র।

কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “বাংলায় তৃণমূল কংগ্রেসকে যদি কেউ ক্ষতি করার চেষ্টায় থাকে, দলের ভেতর থেকে বিজেপির দালালি করেন কিংবা নোংরামি করার মাধ্যমে আমাদের দলকে বদনাম করার ষড়যন্ত্র করে থাকেন, তাহলে তাকে কিভাবে ডোজ দিতে হয়, তা তৃণমূলের কর্মীরা জানে।”

পাশাপাশি সম্প্রতি নন্দকুমারের সমবায় সমিতি নির্বাচনে বাম-বিজেপি জোট প্রসঙ্গে মদন বলেন, “এটাকেও (বেলঘরিয়া) যদি নন্দকুমার বানানোর কথা ভাবে সিপিএম এবং বিজেপি, তাহলে রাস্তায় সাবধানে যাবেন। থ্রেট করছি না আমি। তবে একটু সাবধানে যাতায়াত করবেন। খানা, খন্দ এবং বাম্পার রয়েছে, রাস্তায় কোথায় কখন টপকে যাবেন।”

madan mitra 1 5

প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের পূর্বে বিজেপির শক্তিবৃদ্ধির পিছনে তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের কি ভূমিকা রয়েছে, সে প্রসঙ্গে অবস্থা স্পষ্ট কোন ধারণা মেলেনি। তবে মদনবাবুর বক্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সর্বত্র। এই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “এরা আজ যা বলবে, কাল আবার অন্য কথা বলবে।”

Sayan Das

সম্পর্কিত খবর