বাংলাহান্ট ডেস্কঃ সতর্ক করার পরও কোন আমল দিলেন না মদন মিত্র (madan mitra)। বিতর্কিত মন্তব্যের জেরে ফের বিপাকে জড়ালেন তৃণমূল (tmc) নেতা। দলীয় নেত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির (Mamata Banerjee) বারণকে উপেক্ষা করেই নোয়াপাড়ায় এক জনসভায় হুমকির সুর তুলে বিতর্কিত মন্তব্য করলেন মদন মিত্র।
সম্প্রতি সংবাদমাধ্যমের একটি অনুষ্ঠানে বিজেপি (bjp) সাংসদকে কোণঠাসা করতে গিয়ে বেফাঁস মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভীষণভাবে সমালোচিত হয়েছিলেন মদন মিত্র। এরপর জরুরী তলব করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাঁর কালীঘাটের বাড়িতে বৈঠকে ডেকেছিলেন মদন মিত্রকে।
জানা গিয়েছিল, সেই বৈঠকে নাকি তৃণমূল নেত্রী মদন মিত্রকে সাবধান করে বলেছিলেন, ‘কোনরকম প্ররোচনায় পা দিয়ে ভুল করেও কোন বেফাঁস মন্তব্য করবেন না। রুচি ও শালীনতা বজায় রেখে, বাংলার সংস্কৃতির কথা মাথায় রেখে কথা বলুন। বিরোধীদের সভা বা কর্মসূচিতেও বাঁধা দেওয়ার প্রয়োজন নেই’।
দলনেত্রীর আজ্ঞা অমান্য করেই আবারও ফুল ফর্মে ফিরলেন মদন মিত্র। ভোটের প্রচারে গিয়ে নোয়াপাড়ার এক জনসভা থেকে হুমকির সুরে বলেন, ‘গোলি মারো বললেই কিন্তু ভিতরে ঢুকিয়ে দেব। এবার নির্বাচনে বড় খেলা হবে। সেটা ভাটপাড়া থেকেই শুরু হবে। নির্বাচন সবরকম মশলা দিয়েই করা হবে’।
বারবার করে সতর্ক করার পরও তৃণমূল সুপ্রিমোর কোন কথাই কানে তুললেন না মদন মিত্র। স্বমহিমায় নিজের রূপের প্রকাশ ঘটিয়ে আবারও সমালোচনায় জড়ালেন বিতর্কিত মন্তব্যের জেরে। নির্বাচনী প্রচারে গিয়েই আবারও বেলাগাম হলেন তৃণমূল নেতা মদন মিত্র।