বাংলাহান্ট ডেস্ক: অসুস্থ সঙ্গীতশিল্পী কবীর সুমন (kabir suman)। জ্বর, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে সোমবার ভোরে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। একটা সময় তৃণমূলের সাংসদ ছিলেন সুমন। সোমবার দিনই তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করেন বিধায়ক মদন মিত্রও (madan mitra)। শুধু সাক্ষাৎই নয়, দীর্ঘক্ষণ আড্ডাও দেন দুজন।
মদন মিত্র ও কবীর সুমনের সম্পর্ক দীর্ঘদিনের। আধঘন্টার আড্ডায় কথা হল অনেকই। হাসপাতালের বেডে শুয়েও বন্ধুর সঙ্গে চুটিয়ে আড্ডা দিলেন সুমন। মদন মিত্র জানান, সুমন আশ্বাস দিয়েছেন তিনি এত সহজে ছেড়ে যাবেন না। ২০২৪ এ কেন্দ্রে তৃণমূল সরকারকে দেখতে চান উনি। ‘গানওয়ালা’র দ্রুত আরোগ্য কামনা করেছেন মদন মিত্র।
এদিনের সাক্ষাতের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তৃণমূল বিধায়ক। সুমনের দ্রুত সুস্থতা কামনা করে তিনি লিখেছেন, ‘”মুখে ফেরা মানুষের গানে গানে – তোমাকে চাই”… “ছেড়েছো তো অনেক .. হাল ছেড়ো না ..বন্ধু কন্ঠ ছাড়ো .. দেখা হবে তোমার আমার আবার নতুন গানের ভোরে ..”‘
সোমবার ভোরবেলা হাসপাতালে ভর্তি করা হয় সুমনকে। এসএসকেএমের উডবার্ন ব্লকের ১০৩ নম্বর কেবিনে রয়েছেন তিনি। জানা যাচ্ছে, জ্বর ও আনুষঙ্গিক কিছু সমস্যা রয়েছে তাঁর। হাসপাতালে ভর্তি হওয়ার সময় শরীরে অক্সিজেনের মাত্রা ছিল ৯০। হাসপাতালে ভর্তি করেই অক্সিজেন সাপোর্ট দিতে হয় সুমনকে। এছাড়াও চলছে প্রয়োজনীয় ওষুধ।
জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ভর্তি হন সুমন। তাই করোনা পরীক্ষাও হয় তাঁর। প্রথমে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানো হলে তার ফল আসে নেগেটিভ। এরপর আরটিপিসিআর টেস্ট করানো হয় শিল্পীর। সোমবার রাতে ফল আসলে দেখা যায় তা নেগেটিভ। এখন জ্বর কমলেও গলায় সংক্রমণ আছে কিছুটা।
এসএসকেএমের মেডিসিন বিভাগের প্রধান চিকিৎসক সৌমিত্র ঘোষের তত্ত্বাবধানে রয়েছেন কবীর সুমন। জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই জ্বর হচ্ছিল সুমনের। ছিল সর্দি ও গলায় ব্যথাও। সে কারণে খেতে ও ঢোঁক গিলতে সমস্যা হচ্ছিল। রবিবার রাতে আচমকাই অবস্থার অবনতি ঘটে। শ্বাসকষ্টের সমস্যা শুরু হয় প্রবীণ শিল্পীর। তারপরেই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।