নুসরতকে দেখেই ‘ওহ লাভলি’! সাংসদের ইউটিউব টক শোতে ‘ফুল রোমিও’ মুডে মদন মিত্র

বাংলাহান্ট ডেস্ক: খবর আগেই মিলেছিল, এবার সেটা বাস্তবে পরিণত হতে চলেছে। নুসরত জাহানের (nusrat jahan) নতুন ইউটিউব টক শোয়ে আসতে চলেছেন মদন মিত্র‌ (madan mitra)। একথা আগেই তিনি জানিয়ে দিয়েছিলেন। টুকরো ঝলকও মিলেছিল। এবার মদন মিত্রের সঙ্গে এই ‘কালারফুল’ এপিসোডের অফিশিয়াল ট্রেলার এসে পৌঁছাল দর্শকদের কাছে। সৌজন‍্যে, খোদ নুসরত জাহান।

একটি প্রথম সারির রেডিও এফ এম চ‍্যানেলের ইউটিউব টক শো ‘ইশক উইথ নুসরত, ভালবাসায় বোল্ড’ এর সঞ্চালিকা তৃণমূল সাংসদ। রাজনীতি, বিনোদন জগতের একগুচ্ছ তারকারা অতিথি হয়ে আসতে চলেছেন তাঁর শোয়ে। তাঁদের মধ‍্যে একজন মদন মিত্র। আগামী বুধবার, ৩ রা ডিসেম্বরই দেখানো হবে এই বিশেষ পর্ব।

353504 nusratmadan 1
পর্বের শুরুতে বাংলা রাজনীতির ‘কালারফুল বয়’কে আমন্ত্রণ জানানোর আগে নুসরত বলেন, মদন মিত্র একই সঙ্গে রিয়েল এবং আনরিয়েল। নুসরতকে দেখেই ‘ও লাভলি’ বলে ওঠেন কামারহাটির বিধায়ক। তাঁর কথায়, কানে কানে ও লাভলি বললে নাকি অনেকেই খুশি হয়!

মদন মিত্র বলেন, “আমাকে যেমন দেখতে, আমার যা যোগ‍্যতা… আমি যা পেয়েছি অনেক বেশি পেয়েছি।” এরপরেই নুসরতকে তাঁর উপদেশ, “তুমি কোনটা ভালবাসবে। আর তুমি যাকে চাইছো সে কোনটা ভালবাসবে, এই দুটো যতক্ষণ না বুঝতে পারবে ততক্ষণ তুমি ভালবাসতে পারবে না।” বাধ‍্য ছাত্রীর মতো ঘাড় নাড়িয়ে নুসরত বলেন, তিনি বুঝেছেন।

মদন মিত্র যেখানেই যান সেখানেই মানুষের ভিড়। উপরন্তু তাঁর কোথাও না নেই। তিনি যেমন রাজনৈতিক সভায় আছেন, তেমনি যেকোনো পুজোর অনুষ্ঠানে আছেন, আবার তারকাদের জন্মদিনেও শুভেচ্ছা বার্তা ও উপহার নিয়ে হাজির হয়ে যান তিনি। মদন মিত্র বলেন, দূর থেকে দেখেই তিনি বুঝে যান ডানদিকে বাঁদিকে কতজন সেলফি তোলার জন‍্য ছটফট করছে। সঙ্গে সঙ্গে নুসরতের বিস্ময়, “এ তো ফুল রোমিও!”

https://www.instagram.com/tv/CW3M7Gap2IM/?utm_medium=copy_link

এর আগে একটি মাত্র এপিসোডই সম্প্রচারিত হয়েছে নুসরতের ইউটিউব টক শোয়ের। সেই পর্বে এসেছিলেন ঋতাভরী চক্রবর্তী। একাধিক বিষ্ফোরক মন্তব‍্য করেছিলেন তিনি। অন‍্যের রান্নাঘরে ঘনিষ্ঠ হওয়ার কথাও বেমালুম ফাঁস করেছিলেন তিনি। তাঁর প্রশ্ন ছিল, কোনো পুরুষের একাধিক সঙ্গিনী থাকলে সে ‘স্টাড’। কিন্তু কোনো মেয়ের যদি একাধিক সঙ্গী থাকে তাহলে সে ‘বেশ‍্যা’?

Niranjana Nag

সম্পর্কিত খবর