বাংলা হান্ট ডেস্কঃ নারদ মামলার শুনানিতে শনিবার ফের একবার আদালতে হাজিরা দিতে হলো মদন মিত্র সহ তৃণমূল হেভিওয়েটদের। এদিন কলকাতার নগর দায়রা আদালতে নারদ মামলার শুনানি হয় আর সেই উপলক্ষ্যেই হাজিরা দিতে আসেন মদন মিত্র, ফিরহাদ হাকিম এবং শোভন চট্টোপাধ্যায়রা।
আদালত চত্বরে অবশ্য প্রথম দুই তৃণমূল নেতা একা পৌঁছালেও কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে এদিন তাঁর বান্ধবী বৈশাখী বন্দোপাধ্যায়কে সঙ্গে নিয়ে আসতেই দেখা যায়।
বিগত বেশ কয়েক বছর ধরেই নারদ কাণ্ডে তদন্ত চালাচ্ছে সিবিআই। অতীতেও শাসক দলের একাধিক নেতাকেই তাদের তলবের মুখে পড়তে দেখা গিয়েছে। বিশেষত, গতবছর বিধানসভা ভোটে জয়লাভ-এর পরেই এই মামলায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তলবের মুখে পড়েন ফিরহাদ হাকিম, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায় এবং সুব্রত মুখোপাধ্যায়ের মতো হেভিওয়েট তৃণমূল নেতারা। এর পরে তাদেরকে গ্রেফতারও করা হয় যা নিয়ে স্বভাবতই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শাসক দল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার অভিযোগও তুলতে থাকে।
অবশ্য কিছু সময়ের মধ্যেই জেল হেফাজত থেকে মুক্তি পান তাঁরা। তবে জামিন পেলেও বর্তমানে আদালতে এই মামলার শুনানি চলছে আর সেই কারণেই এ দিন তাদেরকে পুনরায় একবার হাজিরার নির্দেশ দেওয়া হয়। শনিবার সর্বপ্রথম মদন মিত্র আদালত চত্বরে প্রবেশ করেন এবং তারপরেই একে একে বাকিদেরও ঢুকতে দেখা যায়। তবে শুনানি শেষে নারদ প্রসঙ্গে তাঁরা কোন রকম প্রতিক্রিয়া দেন কিনা, সেই অপেক্ষাতেই রয়েছে গোটা রাজ্যবাসী।