বড় সাফল্য আত্মনির্ভর ভারতের, মরক্কো কিনল ৯০টি ‘মেড ইন ইন্ডিয়া” ট্রাক! পাঠাল টাটারা

বাংলা হান্ট ডেস্ক : এবার মরক্কোর মাটিতেও মেড ইন ইন্ডিয়ার (Made In India) জয়জয়কার। ভারত থেকে টাটা গ্রুপের তৈরি ৯০টি মিলিটারি ট্রাক রপ্তানি হলো আফ্রিকান দেশে। জানা যাচ্ছে, ৯০টি ৬ চাকাওয়ালা ওই মিলিটারি ট্রাকস মরোক্কো পৌঁছেছে গত ১ জানুয়ারি। ভারতের প্রতিরক্ষা দফতরের তরফ থেকে একটি ছবি পোস্ট করে এই খবর জানানো হয়েছে।

ভারতের প্রতিরক্ষা অনুসন্ধান দফতর একটি ছবি শেয়ার করে। সেখানে লেখা হয়, এলপিটিএ ২৪৪ ট্রাক ভারতের পশ্চিম উপকূলের পিপাভাব বন্দর থেকে মরোক্কো যাওয়ার জন্য প্রস্তুত। মরোক্কো থেকেও টুইট করে ভারতকে ধন্যবাদ জানানো হয়।

https://twitter.com/NewsIADN/status/1609525632421199873?t=8RvUyvivYVa4A9gY5t2ZKA&s=08

ভারত ২০২১-২২ সালে রেকর্ড পরিমাণ অর্থের প্রতিরক্ষা সামগ্রী রফতানি করেছে। প্রায় ১৩ হাজার কোটি টাকার প্রতিরক্ষা সামগ্রী ও প্রতিরক্ষা বিভাগে প্রযুক্তিগত সামগ্রী ভারত বিদেশে রফতানি করেছে। যা আগের বছরের তুলনায় প্রায় ৫৪ শতাংশ বেশি। প্রতিরক্ষা বিভাগের এক শীর্ষ স্থানীয় আধিকারিক জানিয়েছেন, এই সামগ্রী ভারত মূলত আমেরিকা, ফিলিপিন্স, দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকার বিভিন্ন দেশে ২০২১-২২ সালে রফতানি করেছে। গত পাঁচ বছরের তুলনায় ভারত সামরিক সরজ্ঞাম রফতানি প্রায় ৮ গুন বাড়িয়ে দিয়েছে।

সুইডেন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক স্টকহোম পিস রিসার্চ ইনস্টিটিউশন এই বছর মার্চে প্রকাশিত ট্রেন্ডস ইন ইন্টারন্যাশনাল আর্মস ট্রান্সফার ২০২১ শিরোনামের একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে জানানো হয়, মায়ানমার, শ্রীলঙ্কা, আর্মেনিয়ামের সঙ্গে বিশ্বে অস্ত্র রফতানিকারক দেশগুলোর মধ্যে ভারতকে ২৩ তম স্থানে রাখা হয়েছে। ধীরে ধীরে ভারত অস্ত্র রফতানিতে নিজের জায়গা করে নিচ্ছে বলেও প্রতিবেদনে জানানো হয়।


Sudipto

সম্পর্কিত খবর