বাংলাহান্ট ডেস্ক: বাংলা সিরিয়াল (Bengali Serial) আর ট্রোল একে অপরের পরিপূরক। প্রায়দিনই সিরিয়ালের অবাস্তব গল্প এবং যুক্তিহীনতার জন্য হাসির খোরাক হয় নেটপাড়ায়। এই প্রবণতা মূলত নতুন মেগা সিরিয়ালগুলির ক্ষেত্রেই দেখা যাচ্ছে। অতি সম্প্রতি যে সিরিয়ালটি নেটনাগরিকদের ট্রোলের শিকার হয়েছে সেটি হল ‘মাধবীলতা’ (Madhabilata)।
স্টার জলসার নতুন সিরিয়ালগুলির মধ্যে মাধবীলতা অন্যতম। মাস কয়েক আগে শুরু হলেও দর্শকদের নজর সহজেই কেড়ে নিয়েছে সিরিয়াল। মাধবীলতা আর সবুজ ওরফে শ্রাবণী ভুঁইয়া এবং সুস্মিত মুখোপাধ্যায়ের জুটি প্রথম বারেই মন জয় করে নিয়েছে দর্শকদের।
কিন্তু এই কম সময়ের মধ্যেই একাধিকবার ট্রোলও হয়েছে সিরিয়ালটি। নায়িকা মাধবী গ্রামের আদিবাসী মেয়ে। জঙ্গল তার প্রাণ। জঙ্গলের প্রতিটা গাছকে সে নিজের জীবন দিয়ে হলেও রক্ষা করতে চায়। ওই গ্রামেই ঘুরতে আসে নায়ক সবুজ। পেশায় সে ফটোগ্রাফার।
সুন্দরী আর সাহসী মাধবীকে প্রথম দেখাতেই মন দিয়ে বসে সবুজ। তার ছবিও তোলে সে। এই ছবিবাবুরই বউ এখন মাধবীলতা। সম্প্রতি শ্বশুরবাড়ির লোকদের উদ্দেশে তার বলা কিছু কথা নিয়েই শুরু হয়েছে ট্রোল। ভাইরাল ভিডিওতে মাধবীকে বলতে শোনা যায়, প্রত্যন্ত গ্রামে জন্মেছে বলে কি সে অশিক্ষিত? পদার্থবিদ্যায় ১০০র মধ্যে ৯৮ নম্বর পেয়েছিল সে। বাকি দুই নম্বরও পেয়েই যেত। কিন্তু তার কলমের কালি শেষ হয়ে গিয়েছিল।
কাঁদো কাঁদো মুখে মাধবীকে বলতে শোনা যায়, ‘আমি সবার কাছে কত করে কলম চাইলাম কেউ আমায় দেয় নাই। আমার দুইটা নম্বর কাটা গেছে। ওই কলমটা দিয়ে কত ঘষেছি কত ঘষেছি কিন্তু লিখতে পারি নাই।’ এই ভিডিও দেখেই হাসির রোল উঠেছে নেটপাড়ায়।
একজন লিখেছেন, ‘পদার্থ বিদ্যায় এত ভালো হইয়াও এইটুকু বুদ্ধি নাই যে কলমের কালি ফুরাইয়া গেলে শত হাজার বার ঘষিলেও কালি পরিবেনা!’ আরেকজন লিখেছেন, ‘আর আমি সব কলম দিয়ে দিতুম। তবুও কেও ২ নম্বর ও দেখায় নাই। কত বলেছি এ ভাই একটু দেখা, তবুও কেও দেখায় নাই। তাই আর ৯৮ নম্বর পাইনাই।’
সিরিয়ালের গল্প নিয়ে ট্রোল ছিল এবং থাকবেও। কিন্তু তা সত্ত্বেও মাধবীলতার টিআরপি কিন্তু অস্বীকার করার মতো নয়। প্রতি সপ্তাহে সেরা দশের মধ্যেই থাকে এই সিরিয়াল। গত সপ্তাহে ৬ নম্বর স্থানে ছিল মাধবীলতা।